প্রশাসনিক কাজে রুষ্ট মমতা, বাড়ল দুয়ারে সরকারের মেয়াদ

দুয়ারে সরকার প্রকল্পের কাজ শুরু হতেই বেশ কয়েক শো বাসিন্দারা তাঁদের একদিকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, মৎস্যজীবী কার্ড, কৃষি প্রকল্প সহ বিভিন্ন সুবিধা পেতে কাগজপত্র জমা দেওয়া শুরু করেন।

প্রশাসনিক কাজে রুষ্ট মমতা, বাড়ল দুয়ারে সরকারের মেয়াদ

ট্রাইব টিভি ডিজিটাল: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত ভোটের প্রচার এবং প্রশাসনিক পরিষেবা দিতে  সুন্দরবন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই খোদ মুখ্যমন্ত্রীর সামনে প্রশাসনিক গাফিলতির চরম দৃষ্টান্ত তৈরি হয়। এবার টাকিতে দুয়ারে সরকার প্রকল্পের কর্মসূচি বন্ধ থাকা নিয়েও অগ্নিশর্মা হন মুখ্যমন্ত্রী।

বুধবার সকালে টাকিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে 'দুয়ারে সরকার' কর্মসূচির ক্যাম্প বন্ধ থাকায় রুষ্ট হন তিনি। এরপর তাঁর নির্দেশে তড়িঘড়ি উত্তর ২৪ পরগনা বসিরহাট হিগলগঞ্জ ব্লকের কালিতলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুয়ারের সরকার প্রকল্পের ক্যাম্প বসে। শুধু তাই নয়, আপাতত আরও ৫ দিন মেয়াদ বাড়ল দুয়ারে সরকারের কাজের।

জানা গিয়েছে, এদিন দুয়ারে সরকার প্রকল্পের কাজ শুরু হতেই বেশ কয়েক শো বাসিন্দারা তাঁদের একদিকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, মৎস্যজীবী কার্ড, কৃষি প্রকল্প সহ বিভিন্ন সুবিধা পেতে কাগজপত্র জমা দেওয়া শুরু করেন। খোদ মুখ্যমন্ত্রীর এই নির্দেশে রীতিমতো খুশি সুন্দরবন এলাকার মানুষ। এদিন সকাল থেকেই সেই ছবি দেখা গেল কালীতলা গ্রাম পঞ্চায়েতের। বিভিন্ন সরকারি প্রকল্প সুবিধা নিয়ে দুয়ারে সরকার ক্যাম্প চালু করা হয় পুনরায়। পাশাপাশি হিঙ্গলগঞ্জে বুধবার ফের পাঠানো হল জ্যোতিপ্রিয় মল্লিককে। আজই ক্যাম্প করে শীতবস্ত্র দেওয়া হবে। সেইমত ১০টি ক্যাম্প তৈরি করা হয়েছে। হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির বাসিন্দাদের দেওয়া হবে। বনমন্ত্রীকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয় ঐ এলাকায়।