'পঞ্চায়েতে জিতবে তৃণমূল', আদালতের পথে দাবি পার্থর 

আবার আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে

'পঞ্চায়েতে জিতবে তৃণমূল', আদালতের পথে দাবি পার্থর 

ট্রাইব টিভি ডিজিটাল: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবারই বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এদিন আবার আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এ বারের পঞ্চায়েত ভোটে জিতবে তৃণমূলই।

উল্লেখ্য, সোমবারই হেফাজতের মেয়াদ শেষে সোমবার পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়সহ নিয়োগ দুর্নীতির বাকি পান্ডাদের আদালতে পেশ করে সিবিআই। প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয় পার্থকে। আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় সাংবাদিকরা তাঁর কাছে পঞ্চায়েত নির্বাচনে কী ফল হতে পারে তা নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলে তাঁর জবাবে তিনি বলেন, 'তৃণমূল জিতবে'। 

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারির ৬ দিনের মাথায় পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরান মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই দল থেকে তাঁকে বহিষ্কার করে তৃণমূল। কিন্তু তারপরও তিনি যে দলের পাশেই আছেন, সোমবার আলিপুর আদালতে আরও এক বার সেই বার্তাই দিলেন প্রাক্তন নেতা।