বর্ষা উপভোগ করতে চান? পাহাড়-ঝরণা-ড্যামের টানে চলুন অযোধ্যা পাহাড়

কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব পুরুলিয়ার!

বর্ষা উপভোগ করতে চান? পাহাড়-ঝরণা-ড্যামের টানে চলুন অযোধ্যা পাহাড়

কাজের চাপ সামলে ঘুরতে যাওয়াই মুশকিল হয়ে পড়ে । তবে এবার  পাওয়া ৩ দিনের ছুটিটা তাই ঘরে বসে নষ্ট করবেন না। ফোন লাগিয়ে দিন বন্ধু বা পরিবারের কাউকে। আর ঘুরে আসুন পুরুলিয়া থেকে। 

কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব পুরুলিয়ার!  প্রাকৃতিক সৌন্দর্য ভরা। ঘন সবুজ অরণ্য, ড্যাম, পাহাড়, ঝরণা মিলিয়ে এ যেন স্বর্গ। তিন দিনে হয়তো গোটা পুরুলিয়া ঘুরতে পারবেন না। তবে চাইলে ঘুরে নিতে পারবেন আর অযোধ্যা পাহাড়। হাওড়া থেকে ওভারনাইট জার্নি করে পৌঁছে যান পুরুলিয়া স্টেশনে। সেখান থেকে গাড়িতে অযোধ্যা পাহাড়।

সোজা চলে যান পুরুলিয়ার হিল টপে।বর্ষায় পুরুলিয়ার পাগল করা রূপ যত দেখবেন ততই পাগল হবেন! ঘুরে দেখতে পারেন সীতা কুন্ড, ময়ূর পাহাড়, দুর্গা বেরা, মারবেল লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনী ফলস, টুর্গা ফলস, টুর্গা ড্যাম। খয়রাবেড়ার প্রাকৃতিক সৌন্দর্য যে কোন পর্যটকের ভালো লাগবেই। এখানে একটি রিসর্টও হয়েছে, চাইলে সেখানেও রাত্রিবাস করা যায়।