রাজস্থানে সঙ্কটে গেহলট সরকার, বিদ্রোহী বিধায়কদের ডামাডোল তুঙ্গে

দলের সাধারণ সম্পাদক সংগঠন কেসি বেণুগোপালকে গেহলট জানিয়েছেন, এখন আর কোনও কিছুই তাঁর হাতে নেই।

রাজস্থানে সঙ্কটে গেহলট সরকার, বিদ্রোহী বিধায়কদের ডামাডোল তুঙ্গে

ট্রাইব টিভি ডিজিটাল: ফের রাজস্থান কংগ্রেসের নতুন সংকট। সচিন পাইলটকে কোনও ভাবেই মুখ্যমন্ত্রী মানতে নারাজ অশোক গেহলট শিবিররের বিধায়করা। ইস্তফার হুঁশিয়ারি প্রায় ৯০ বিধায়কের। ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ।

 সূত্রের খবর দলের সাধারণ সম্পাদক সংগঠন কেসি বেণুগোপালকে গেহলট জানিয়েছেন, এখন আর কোনও কিছুই তাঁর হাতে নেই। রবিবার গভীর রাত পর্যন্ত রাজস্থান বিধানসভার স্পিকার সি পি যোশীর সঙ্গে বৈঠক করেন বিক্ষুব্ধ বিধায়করা। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এবং অজয় মাকেনের সঙ্গেও দীর্ঘ আলোচনা হয় বিক্ষুব্ধ বিধায়কদের। সোমবার রাজস্থান নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন সোনিয়া গান্ধী। 

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট কংগ্রেসের সভাপতি নির্বাচনে নাম লেখাতেই দলের অন্দরে নতুন করে কোন্দল শুরু হয়েছে। গেহলট সভাপতি হিসাবে নির্বাচিত হলে, তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। তার বদলে বিক্ষুব্ধ নেতা সচিন পাইলটের নাম মুখ্যমন্ত্রী হিসাবে উঠে আসতেই আরও বেড়েছে বিরোধ।

সূত্রের খবর, দলে 'এক ব্যক্তি, এক পদ' নীতি চালু করতে বদ্ধপরিকর রাহুল গান্ধী। সেই নিয়ম মেনেই অশোক গেহলট কংগ্রেস সভাপতি হলে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হবে তাঁকে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদে কেন্দ্রীয় নেতৃত্বের পছন্দ সচিন পাইলট। কিন্তু তাতে আপত্তি রয়েছে মুখ্যমন্ত্রী গেহলট ও তাঁর অনুগামী বিধায়কদের। মুখ্যমন্ত্রী পদে সচিন পাইলটকে বসানো হলে ইস্তফা দেবেন বলে হুমকি দিয়েছেন ৯২ জন কংগ্রেস বিধায়ক। রবিবার রাতে রাজস্থানের বিধানসভার স্পিকার সিপি যোশীর কাছে ৮২ জন বিধায়ক ইস্তফাপত্র জমা দিয়েছেন বলেও জানা গিয়েছে।