ঘুমের মধ্যেই অগ্নিদ্বগ্ধ ২ শিশু, শোকের ছায়া গ্রামে

মৃত দুই শিশুর বাবা-মা আদতে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার মাকড়ভোলা  গ্রামের বাসিন্দা হলেও তাঁরা বাঁকুড়ার নাররা গ্রামে দিনমজুরির কাজ হিসেবে লোকের জমির ধান কাটতে এসেছিলেন।

ঘুমের মধ্যেই অগ্নিদ্বগ্ধ ২ শিশু,  শোকের ছায়া গ্রামে

ট্রাইব টিভি ডিজিটাল: ঘুমের মধ্যেই অগ্নিদ্বগ্ধ হয়ে প্রাণ হারাল দুই খুদে শিশুকন্যা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে, বাঁকুড়া জেলার ইন্দাস থানার নাররা গ্রামে। মৃত ওই দুই শিশুর নাম, পূর্ণিমা শবর(১) ও সুস্মিতা শবর(৩)। ঘটনায় শোকের ছায়া গ্রামজুড়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই শিশুর বাবা-মা আদতে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার মাকড়ভোলা  গ্রামের বাসিন্দা হলেও তাঁরা বাঁকুড়ার নাররা গ্রামে দিনমজুরির কাজ হিসেবে লোকের জমির ধান কাটতে এসেছিলেন। সঙ্গে করে নিয়ে এসেছিলেন তাঁদের বছর পাঁচের ছেলে ও দুই মেয়েকে। এদিন দুপুরে ঘরের কাজ করে তাঁরা ধান কাটতে বেরিয়ে ছিলেন। সেই সময় ঘরের ভিতর ঘুমোছিল ওই দুই খুদে শিশু। হঠাৎই এদিন সকাল দশটা নাগাদ খড়ের ছাউনি দেওয়া ওই ঘরে আগুন লেগে যায়। এলাকার স্থানীয়দের নজরে আসতেই তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে দুই শিশু কন্যা ওই আগুনে পুড়ে মারা যায় বলে খবর জানা গিয়েছে। 

সূত্রের খবর, এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খুদে দুই শিশুকন্যার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁদের পরিবারে। এদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ইন্দাস থানার পুলিশ এবং বিষ্ণুপুর এসডিপিও কুতুবুদ্দিন খান। পুলিশ দুই শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কিভাবে ওই ঘরে আগুন লাগলো পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ।