To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
রবিবার বাদে অন্যান্য দিন হাওড়া-এসপ্ল্যানেড রুটে ১১৮টি মেট্রো চলাচল করে। তবে শনিবার থেকে বুধবার (রবিবার বাদে) এই রুটে ১৩০টি মেট্রো চলবে বলে জানিয়েছেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি জানান, এসপ্ল্যানেড থেকে হাওড়াগামী প্রথম মেট্রো সকাল ৭টায় ছাড়বে এবং একই সময়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী প্রথম মেট্রোও ছাড়বে।
পুজোর আবহে আকাশে-বাতাসে উৎসবের গন্ধ। মহালয়ার পর থেকে বিভিন্ন প্যান্ডেলে ভিড় বাড়তে শুরু করেছে। হাওড়া-এসপ্ল্যানেড রুটেও যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রি-পুজো ‘উপহার’ হিসেবে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫ অক্টোবর শনিবার থেকে ৯ অক্টোবর বুধবার পর্যন্ত এই অতিরিক্ত মেট্রো চলবে।