ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ (Operation Sindoor) দফতর (আইএসপিআর)-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরি জানিয়েছেন, ভারত একযোগে একাধিক স্থানে হ্যারপ ড্রোন পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ‘আরও এক দৃষ্টান্তমূলক সামরিক আগ্রাসন’ চালিয়েছে। পাকিস্তান সেনাবাহিনী আজ বৃহস্পতিবার বলেছে, একাধিক স্থানে ১২টি ভারতীয় ড্রোন ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। অভিযান এখনো চলছে। এই ঘটনায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আর আহত হয়েছেন পাকিস্তানের চার সেনাসদস্য।
‘আচরণে আগ্রাসনের বার্তা স্পষ্ট’ (Operation Sindoor)
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরি বলেন, ‘‘গত রাত থেকে বিভিন্ন স্থানে হামলাকারী ১২টি ভারতীয় ড্রোন পাকিস্তান সেনা ধ্বংস করেছে (Operation Sindoor)। ভারতীয় সেনার আচরণে আগ্রাসনের বার্তা স্পষ্ট।’’ ভারতীয় সেনা ইজ়রায়েলে তৈরি আত্মঘাতী ড্রোন ‘হারোপ’ ব্যবহার করে অসামরিক জনবসতি এলাকায় হামলা চালানোর চেষ্টা করে বলে তাঁর অভিযোগ। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী আজ বলেন, গত রাতে ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে আরেকটি আগ্রাসনের কাজ করল। ভারতের এই কর্মকাণ্ডের কারণে মিয়ানোতে একজন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।
‘অভিযান অব্যাহত আছে’ (Operation Sindoor)
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী আরও বলেন, অভিযান অব্যাহত আছে (Operation Sindoor)। পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় ড্রোনগুলো নিষ্ক্রিয় করে চলছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধুর বিভিন্ন স্থানে ড্রোনগুলোর ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখার জন্য লোকজন জড়ো হয়। পাকিস্তানের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামাবাদ, করাচি ও লাহোর—এই তিন প্রধান শহরের বিমানবন্দর আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে।
আরও পড়ুন: Operation Sindoor: পাকিস্তানি নাগরিকের ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফ-এর গুলিতে নিহত
‘আমাদের আকাশসীমা লঙ্ঘন করতে দিইনি’
ভারতীয় বায়ুসেনার ‘অপারেশন সিঁদুর’-এর পরে আইএসপিআর প্রধান বলেছিলেন, ‘‘আমরা কোনও ভারতীয় যুদ্ধবিমানকে আমাদের আকাশসীমা লঙ্ঘন করতে দিইনি।’’ এর পরে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘‘গত রাতে পাকিস্তানের ছ’টি শহরকে নিশানা করেছিল ভারতের ৮০টি যুদ্ধবিমান। কিন্তু আমরা তৈরিই ছিলাম। পাকিস্তানি সেনা ওদের যোগাযোগ ব্যবস্থা নষ্ট (ব্লক) করে দিয়েছিল। ওদের ফিরে যেতে বাধ্য করেছি আমরা। ভারতের পাঁচটা যুদ্ধবিমান গুলি করে নামিয়েছি আমরা। তার মধ্যেই দু’টি রাফাল বিমান কাশ্মীরে ভেঙে পড়েছে। আর একটি ভাতিন্দায়।’’
১২টি হ্যারপ ড্রোন ভূপাতিত করেছে
পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘উচ্চমাত্রার সতর্কতা ও নজরদারির’ মাধ্যমে এখন পর্যন্ত মোট ১২টি হ্যারপ ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে লাহোর, আট্টক, গুজরানওয়ালা, চাকওয়াল, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানো, চোর ও করাচির আশপাশের এলাকায়। লাহোরের কাছে ১৩তম একটি ড্রোন একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় বলে জানিয়েছেন আইএসপিআরের ডিজি। এতে পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য আহত হন এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়। একই ধারাবাহিকতায় সিন্ধুর মিয়ানো এলাকায় এক বেসামরিক নাগরিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলেও জানান তিনি।