ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিল্লির নির্ভয়া কাণ্ডের (Nirbhaya Case) কেটে গিয়েছে ১২ বছর। ফাঁসির সাজা পেয়েছে অভিযুক্তরা। তার পরেও হুঁশ ফেরেনি। এখনও দেশজুড়ে চলছে ধর্ষণ-নারী নির্যাতন, খুনের মতো ঘটনা। কিছুদিন আগেই আরজি করের চিকিৎসক তরুণী ধর্ষণ-খুনে উত্তাল হয়েছে গোটা দেশ। দোষীদের দ্রুত সাজার দাবিতে সরব হয়েছে গোটা বিশ্ব। তবে এখনও মেলেনি বিচার। দিল্লি কাণ্ডে মেয়ের ধর্ষকদের শাস্তির জন্য সাড়ে ৭ বছর অপেক্ষা করতে হয়েছিল নির্ভয়ার মা-বাবাকে। তিলোত্তমার (RG Kar Murder Case) মা-বাবাকে আর কতদিন অপেক্ষা করতে হবে? দোষীদের শাস্তি হবে কবে? উঠছে এই প্রশ্নও।
১৬ ডিসেম্বর ২০১২ – একটা কালো দিন হয়ে থাকবে ভারতের ইতিহাসে। সেদিন রাতে দক্ষিণ দিল্লির মুনিরকায় এক তরুণীর উপর চলা নির্যাতনের বীভৎসতা স্তম্ভিত, লজ্জিত, ক্রুদ্ধ করেছিল গোটা দেশকে। প্রতিবাদ, আন্দোলন, বিক্ষোভে সামিল হয়েছিল দেশবাসী। দীর্ঘ সাত বছর ধরে চলা জটিল আইনি মারপ্যাঁচের পর ফাঁসি দেওয়া হয় নির্ভয়ার গণধর্ষণ এবং হত্যাকাণ্ডের (Nirbhaya Case) চার জীবিত সাবালক দোষী— মুকেশ সিংহ, পবন গুপ্ত, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুরকে।
আরও পড়ুন: Mamata Banerjee News: ‘২৬-এর মধ্যে বাকি ১৬ লক্ষ বাড়ি’, বাংলার আবাসে ঘোষণা মুখ্যমন্ত্রীর
আরও পড়ুন: Gangasagar fair: ১৩ জানুয়ারি শুরু গঙ্গাসাগর মেলা, নবান্নে প্রস্তুতি-বৈঠক মুখ্যমন্ত্রীর
সোমবার প্রতিশোধের বারো বছর পূর্ণ হল। ফের পথে নামল দিল্লিবাসী। তবে এবার নির্ভয়ার বিচারের দাবিতে নয়। দেশজুড়ে ঘটে চলা ধর্ষণ, নারী নির্যাতন, অত্যাচারের প্রতিবাদে। নির্ভয়া গণধর্ষণকাণ্ডের প্রায় ১২ বছর পর কলকাতায় আরজি করে এক মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় (RG Kar Murder Case) সরব হয়েছেন সবাই। ‘রাত দখল’ করেছেন মহিলারা। রাত জেগেছে রাজধানীও। নির্ভয়াকাণ্ডের প্রসঙ্গ তুলছেন অনেকে। নির্ভয়াকাণ্ডের (Nirbhaya Case) মতো আরজি করের নৃশংস ঘটনায় দোষীদের ফাঁসির সাজার দাবি উঠেছে বিশ্বজুড়ে। এই দাবিকে আরও সোচ্চার করে তুলতে ফের রাতদখলে নামল জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির ছাত্র পরিষদ।
কথায় বলে ‘জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনায়েড’। নির্ভয়ার (Nirbhaya Case) ক্ষেত্রে বিচার পেতে সময় লেগেছিল সাড়ে ৭ বছর। অভয়ার কাণ্ডে কাটেনি ৭ মাসও। তদন্তের দায়িত্বে সিবিআই। রাজ্য পুলিশের হাত থেকে সিবিআইকেই তদন্তভার দিয়েছে আদালত। তদন্তভার নিলেও চার্জশিট গঠনে ব্যর্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৯০ দিনেও চার্জশিট জমা না দেওয়ায় আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন কাণ্ডের (RG Kar Murder Case) প্রমাণ লোপাটের অভিযুক্তদের জামিন দিয়েছে আদালত। ঠিক সেই সময়ই সামনে আসছে রাজ্য পুলিশের একের পর এক সাফল্য।
জয়নগর থেকে ফারাক্কা। বাংলার একের পর এক জায়গায় ধর্ষণ-খুনে মাত্র ২ মাসের মধ্যেই বিচার শেষ। দোষীদের ফাঁসির সাজা দিয়েছে আদালতে। এবার প্রশ্ন উঠছে, কবে বিচার পাবে আরজি করের নির্যাতিতা? দিল্লির নির্ভয়ার (Nirbhaya Case) মতোই আরজি করের অভয়ার বিচার পেতেও কী লেগে যাবে কয়েক বছর? বিচার পেলেও ন্যায় পাবে কি তিলোত্তমা? উত্তর শুধু জানে ভবিষ্যৎ।