ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কুয়ালালামপুরে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা আলোচনা সমাপ্ত হয়েছে দুই দেশের মধ্যে (Malaysia-India Defence Cooperation)। মালয়েশিয়া-ভারত প্রতিরক্ষা সহযোগিতা কমিটির (MIDCOM) ১৩তম বৈঠক ১৯ ফেব্রুয়ারি কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়। ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের সেক্রেটারি জেনারেল লোকমান হাকিম বিন আলি এই বৈঠকে সহ-সভাপতিত্ব করেন। দুই পক্ষই সাম্প্রতিক বছরগুলিতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ (Malaysia-India Defence Cooperation)
বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সম্প্রসারিত করার জন্য কার্যকর ও বাস্তবধর্মী উদ্যোগ নিয়ে আলোচনা হয় (Malaysia-India Defence Cooperation)। এছাড়া, আঞ্চলিক ও বিশ্বব্যাপী বিষয় নিয়েও মতবিনিময় করা হয়। উভয় পক্ষই সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপায় চিহ্নিত করেন।
প্রতিরক্ষা শিল্প, সামুদ্রিক নিরাপত্তা এবং বহুপাক্ষিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে বর্তমানে থাকা সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়েও আলোচনা হয়। দুই দেশ অ-পারম্পরিক সামুদ্রিক নিরাপত্তা হুমকি মোকাবিলার জন্য একটি যৌথ ফোকাস গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেয়।
সমগ্র কৌশলগত অংশীদারিত্বের আওতায় প্রতিরক্ষা সহযোগিতা (Malaysia-India Defence Cooperation)
দুই পক্ষই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের ২০২৪ সালের ভারত সফরের সময় ঘোষিত “সমগ্র কৌশলগত অংশীদারিত্বের” প্রতিরক্ষা স্তম্ভের অধীনে নতুন উদ্যোগগুলি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন (Malaysia-India Defence Cooperation)।
কৌশলগত বিষয়ক কার্যকরী গ্রুপ গঠনের সিদ্ধান্ত
ভারত ও মালয়েশিয়া “কৌশলগত বিষয়ক কার্যকরী গ্রুপ” প্রতিষ্ঠার বিষয়ে চূড়ান্ত রেফারেন্সের শর্তাবলী (ToR) বিনিময় করে। এই ফোরামটি MIDCOM এবং দুটি উপ-কমিটির মধ্যে একটি পরামর্শমূলক প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে, যাতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার সমস্ত দিক আরও এগিয়ে নেওয়া যায়।
Su-30 ফোরাম গঠন
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল Su-30 ফোরাম গঠন। এই ফোরাম দুই দেশের বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে। Su-30 যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও পরিচালনা সংক্রান্ত অভিজ্ঞতা ও সেরা অনুশীলন বিনিময়ের মাধ্যমে উভয় বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা হবে।
মালয়েশিয়ার প্রতিরক্ষা খাতে ভারতের সম্ভাবনা
ভারতের প্রতিরক্ষা সচিব বৈঠকে ভারতের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা তুলে ধরেন। তিনি বলেন, ভারত মালয়েশিয়ার প্রতিরক্ষা খাতে সহযোগিতা করতে প্রস্তুত, বিশেষ করে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে।
আসিয়ান নেতৃত্বে মালয়েশিয়ার ভূমিকার প্রশংসা
ভারত মালয়েশিয়াকে আসিয়ানের (ASEAN) নতুন সভাপতি হওয়ার জন্য অভিনন্দন জানায়। ভারত আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক (ADMM Plus) এবং আসিয়ান প্রতিরক্ষা সিনিয়র অফিসিয়ালদের বৈঠক সফলভাবে সম্পন্ন করার জন্য মালয়েশিয়াকে শুভেচ্ছা জানায়।
আরও পড়ুন: Deported Indian Citizen: অমৃতসরে অবতরণ তৃতীয় মার্কিন বিমান! কী অভিজ্ঞতা জানালেন অবৈধবাসী ভারতীয়রা?
ভারতের প্রতিরক্ষা সচিব জানান, ভারত আসিয়ান কেন্দ্রিকতা ও সংহতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যা ভারতের ইন্দো-প্যাসিফিক নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারত-মালয়েশিয়া অংশীদারিত্ব
ভারত মালয়েশিয়াকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসাবে বিবেচনা করে। মালয়েশিয়া ভারতের তিনটি প্রধান বিদেশ নীতির সংযোগস্থলে অবস্থিত। এগুলি হল, অ্যাক্ট ইস্ট পলিসি, SAGAR (Security and Growth for All in the Region) এবং ইন্দো-প্যাসিফিক ওশিয়ানস ইনিশিয়েটিভ।
এই নীতিগুলির আওতায় ভারত ও মালয়েশিয়া উভয় দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও দৃঢ় করতে কাজ করবে।