Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দূষণ নিয়ন্ত্রণে এবার কড়া নিয়ম বিজেপি সরকারের। ১০ এবং ১৫ বছরের পুরনো গাড়িকে পেট্রোল(Petrol) বা ডিজেল দেওয়া হবে না। ৩১ মার্চ থেকে জারি এই নির্দেশিকা। রাজধানীর দূষণ যন্ত্রণা লাঘব করতে এমনই কড়া পদক্ষেপ দিল্লির বিজেপি(BJP)সরকারের।
দূষণ যন্ত্রণায় নাজেহাল রাজধানী(Petrol)
দূষণ যন্ত্রণায় দীর্ঘ বছর ধরে নাজেহাল রাজধানী দিল্লি। প্রতি বছর এই ইস্যুতে রাজনৈতিক দ্বন্দ্ব চরম আকার নিলেও দূষণের বাস্তব সুরাহা অধরাই ছিল। এই সমস্যা সুর করতে ক্ষমতায় এসে রাজধানীতে বড় ঘোষণা বিজেপির। শনিবার, দূষণ রুখতে ম্যারাথন বৈঠকের পর দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা(Manjinder Singh Sirsa) জানান, শুধু পেট্রোল(Petrol) বা ডিজেল দেওয়া বন্ধ নয়, বাইরে থেকে আসা ১৫ বছরের পুরনো কোনও গাড়িকে ঢুকতে দেওয়া হবে না দিল্লিতে।
দূষণ নিয়ন্ত্রণে কড়া নিয়ম বিজেপি সরকারের(Petrol)
কিন্তু কেন এই সিদ্ধান্ত বিজেপি সরকারের? জানা গিয়েছে, মূলত যে সকল পেট্রোল(Petrol) ও ডিজেল চালিত গাড়ির বয়স যথাক্রমে ১৫ এবং ১০ বছর বেশি হয়ে গিয়েছে, সেই গাড়ির চালকদের আর দেওয়া হবে না পেট্রোল-ডিজেল। ইতিমধ্যে এই প্রসঙ্গে রাজ্যের প্রতিটি পেট্রোল পাম্পের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পরিবেশ মন্ত্রক। তবে শুধুই পেট্রোলে কাঁটা নয়। আগামী ডিসেম্বরের মধ্যে দিল্লির সমস্ত সিএনজি চালিত সরকারি বাসকে বন্ধ করে তার পরিবর্তে বৈদ্যুতিক বাস রাস্তায় নামানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
আরও পড়ুন: Gwalior: গোয়ালিয়রে শিশুকন্যাকে ধর্ষণ করে এক কিশোর, ২৮ টি সেলাই
কীভাবে ধরা পড়বে গাড়ির বয়স?
পরিবেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গাড়ির বয়স ধরার জন্য প্রতিটি পেট্রোল পাম্পে একটি আধুনিক যন্ত্র বসাতে চলেছে পরিবেশ মন্ত্রক। যার মাধ্যম দিয়ে গাড়ির বয়স কত, পেট্রোল ভরানোর আগেই জেনে যাবে পাম্পের কর্মীরা।
আরও পড়ুন: Uttarakhand Snowslide: বদ্রীনাথে তুষারধস, আটকে প্রায় ৫০ জন শ্রমিক, আপাতত উদ্ধার ১০!
হঠাৎ করেই কেন এমন সিদ্ধান্ত?
রাজধানীতে ক্রমশ বাড়ছে দূষণ। যার জেরে কপালে ক্রমশ চওড়া হচ্ছে চিন্তার ভাঁজ। নির্বাচনী প্রচারপর্বেও দিল্লির দূষণকে নিয়ন্ত্রণ করতে না পারার জন্য আপকে প্রতি মুহূর্তে দুষে ছিল বিজেপি। প্রশ্ন উঠেছিল যমুনার পরিচ্ছন্নতা নিয়েও। এবার ক্ষমতায় এসে সেই দূষণ রুখতে দ্রুত অ্যাকশনে নামল দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা। সেই সূত্র ধরে ৩১ মার্চ থেকে ১৫ বছরের বেশি পুরনো গাড়িতে পেট্রোল দেওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করল তারা।