ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সংসদে বিশেষ অধিবেশনের দাবিতে এবার একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল দেশের ১৬টি বিরোধী দল(PM Modi)।আর সেই অধিবেশনে যাতে খোলাখুলি আলোচনা করা যায়, তা নিশ্চিত করতে বলেছে বিরোধীরা। কী নিয়ে তারা আলোচনা চায়, তাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে এই ১৬টি বিরোধী দলের তালিকায় নেই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, আপ বুধবার আলাদা করে এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবে।
বিশেষ অধিবেশনের দাবি (PM Modi)
পহেলগাঁও কাণ্ড এবং তার প্রত্যাঘাত হিসাবে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে গোটা দেশ তো বটেই, শোরগোল পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে(PM Modi)। পহেলগাঁও পরবর্তী পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনার জন্য বিশেষ অধিবেশনের দাবি প্রথম থেকেই তুলছে বিরোধীরা। কখনও কংগ্রেস, কখনও আবার তৃণমূল, আবার কখনও সিপিএম- আলাদা আলাদা ভাবে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। তাদের একটাই দাবি, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিহানা এবং তারপরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের বিষয়ে সবিস্তার আলোচনা হোক সংসদে।

১৬ বিরোধী দলের চিঠি (PM Modi)
এবার বিরোধী দলগুলি একসঙ্গে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রী মোদীকে(PM Modi)। কী রয়েছে চিঠিতে, তার ব্যাখ্যা দিয়েছেন ডেরেক। তিনি জানান, পুঞ্চ, উরি, রাজৌরী নিয়ে খোলাখুলি আলোচনা চায় তারা। ডেরেকের কথায়, ‘সরকার সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য। সংসদ জনগণের কাছে। সেই কারণেই আমরা সংসদে বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানাচ্ছি।’ কোন কোন দল মিলে মোদীকে চিঠি দিয়েছে, তাও জানানো হয়েছে। সেই তালিকায় দেশের ছোটবড় অনেক রাজনৈতিক দল থাকলেও নেই আপ। ডেরেক জানিয়েছেন, বুধবার আলাদা ভাবে তারা মোদীকে চিঠি দেবে। তবে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, আরজেডি, সমাজবাদী পার্টি-সহ ১৬টি দলের সঙ্গে কেন তারা চিঠি লিখল না, তা স্পষ্ট নয়।
আরও পড়ুন- Government Employees: জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগ! কাশ্মীরে ৩ সরকারি কর্মীকে বরখাস্ত, গ্রেফতারও
তৃণমূলের চিঠি (PM Modi)
গত ২৭ মে সংসদের সেন্ট্রাল হলে তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার সাংসদেরা বৈঠক করেছিলেন(PM Modi)। সেই বৈঠকের পর তাঁরা সকলে মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন। দাবি ছিল একটাই- সংসদে বিশেষ অধিবেশন ডাকতে হবে। তৃণমূল সাংসদের আবেদন ছিল, বিদেশ সফর সেরে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল ফেরার পরে ওই অধিবেশনের আয়োজন করা হোক।
আরও পড়ুন- Shashi Tharoor: ‘কাউকে ভারতকে থামাতে…!’ মার্কিন যুক্তরাষ্ট্রকে বার্তা শশীর থারুরের
কংগ্রেস-সিপিএমের দাবি (PM Modi)
একই মর্মে মোদী চিঠি দিয়েছিলেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীও(PM Modi)। সিপিএমের তরফেও চিঠি দেওয়া হয়েছিল প্রদাহনমন্ত্রী মোদীকে। উল্লেখ্য, পাকিস্তানকে সামরিক প্রত্যাঘাতের পরে নরেন্দ্র মোদী সরকার বিশ্বের ৩৩টি দেশে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল পাঠিয়েছে। সরকারি সূত্রের খবর, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী এই সর্বদলীয় প্রতিনিধিদলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি।
