ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও রক্তাক্ত মার্কিন যুক্তরাষ্ট্র(Philadelphia shooting)।ফিলাডেলফিয়ার ফেয়ারমাউন্ট পার্কে এক বন্দুকবাজের হামলায় কমপক্ষের ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন। জখমদের মধ্যে দুজন নাবালকও রয়েছে।এই গত তিন দিনে পর পর বন্দুকবাজের হামলার ঘটনায় আতংকিত মার্কিন নাগরিকরা।রবিবারও সাউথ ক্যারোলাইনার লিটল রিভার এলাকায় হামলা চালায় এক বন্দুকবাজ।
রক্তাক্ত ফিলাডেলফিয়া (Philadelphia shooting)
পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় রাত ১০ টা ৩০ মিনিট নাগাদ লেমন ড্রাইভের কাছে গুলি চালানোর ঘটনা ঘটে(Philadelphia shooting)।সেই সময় ফেয়ারমাউন্ট পার্কে স্থানীয়রা মেমোরিয়াল ডে-তে রান্না করার জন্য বেরিয়েছিল। আচমকা এক বন্দুকবাজ এসে তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।আতঙ্কে চারিদিকে ছোটাছুটি শুরু করে দেন স্থানীয়রা। কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।তবে ফিলাডেলফিয়ায় হামলায় নিহতদের বয়স এখনও জানা যায়নি।

পুলিশের তৎপরতা (Philadelphia shooting)
ইতিমধ্যে ঘটনাস্থলের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে(Philadelphia shooting)। একটি ভিডিতে দেখা গেছে, ফেয়ারমাউন্ট পার্কের আশেপাশের বিশাল পুলিশের উপস্থিতি দেখা গেছে।তবে কর্তৃপক্ষ কাউকে আটক করেছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। কী কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে তাও জানা যায়নি। ফেয়ারমাউন্ট পার্ক বিশ্বের বৃহত্তম নগর উদ্যানগুলির মধ্যে একটি, যা ৯,২০০ একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। ফিলাডেলফিয়ার মানুষের কাছে এটি একটি জনপ্রিয় ভ্রমণ স্থান।

আরও পড়ুন- Sherpa Kami Rita: ৩১বার এভারেস্টে জয়!কামি রিতা শেরপা ভাঙলেন নিজেরই গড়া নজির
দ্বিতীয় বন্দুকবাজের হামলা (Philadelphia shooting)
অন্যদিকে, রবিবার রাতে সাউথ ক্যারোলাইনার লিটল রিভার এলাকায় হামলা চালায় এক বন্দুকবাজ(Philadelphia shooting)। যদিও সেই হামলায় এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি। তবে ১১ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বন্দুকবাজের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। কী কারণে এই হামলা তা স্পষ্ট নয়। আহতদের অবস্থা সম্পর্কেও সংবাদমাধ্যমের কাছে কোনও তথ্য জানায়নি পুলিশ। রাত সাড়ে ৯টা নাগাদ যেখানে গুলি চলে, সেই এলাকায় মূলত বসত বাড়ি আছে বলে জানাচ্ছে পুলিশ। কোনও পারিবারিক গোলমাল থেকে এই ঘটনা কিনা, তা জানার চেষ্টা চলছে।এর আগে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসে বন্দুকবাজের গুলিতে দুজন নিহত ও বেশ কয়েজন আহত হন।
আরও পড়ুন- French President: স্ত্রীর হাতে সপাটে থাপ্পড়! মৌনতা ভাঙলেন ফরাসি প্রেসিডেন্ট
আতঙ্কে মার্কিন নাগরিকরা (Philadelphia shooting)
নিরাপত্তা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তৎপরতার পরও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায়ই বন্দুকবাজের হামলার ঘটনা ঘটছে(Philadelphia shooting)। এতে হতাহত হচ্ছেন অনেকে। সীমান্ত দিয়ে দেশে অস্ত্র প্রবেশ নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিলেও হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
