ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাবা সিদ্দিকীর পর এবার জিসান সিদ্দিকী! বাবার পর ছেলেকে খুনের হুমকি বিশ্নোই গ্যাংয়ের। একই সঙ্গে হুমকি দেওয়া হয়েছে বলিউডের বজরং ভাইজান সলমন খানকেও (Salman Khan)। চাঞল্যকর এই ঘটনায় বছর ২০-র এক যুবককে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ (Noida Police)। সূত্রের খবর, গত ২৫ অক্টোবর জিসান সিদ্দিকীর অফিসে একটি ভুয়ো ফোন যায়। সেই ফোন কলে জিসান সিদ্দিকীকে (Zeeshan Siddique ) ‘যেখানে পাব, সেখানেই খুন করব’ বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
এরপরই বান্দ্রা পূর্বের বিধায়কের অফিসের তরফে নয়ডা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। উল্লেখ্য, গত ১২ অক্টোবর দশেরার দিন নিজের দফতরের সামনে আততায়ীদের গুলিতে খুন হন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা (অজিত পওয়ার গোষ্ঠী) বাবা সিদ্দিকি। খুনের ঘটনায় ইতিমধ্যেই ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ছেলেকে খুনের হুমকির অভিযোগ উঠল বিশ্নোই গ্যাংয়ের বিরুদ্ধে (son of NCP leader Baba Siddique)।
আরও পড়ুন:https://tribetv.in/man-allegedly-attacked-by-stabbing-in-kolkata/
জানা গিয়েছে, হুমকির পাশাপাশি, ফোনকারী মোহাম্মদ তৈয়ব ওরফে গুরফানও জিশান সিদ্দিক (NCP MLA) এবং সলমন খানের (Salman Khan) কাছে মুক্তিপণ দাবি করেছিল। চাঞল্যকর এই ঘটনায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২০ বছর বয়সী তৈয়বকে মঙ্গলবার সকালে নয়ডার সেক্টর ৩৯ এলাকা থেকে গ্রেফতার করে নয়ডা পুলিশ। তবে অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে শহরে নিয়ে আসছে মুম্বই পুলিশ (Mumbai Police)।
আরও পড়ুন:https://tribetv.in/the-residents-of-krishnanagar-celebrate-kalipuja-2024/
উল্লেখ্য, বাবা সিদ্দিকী এর আগে অবিভক্ত বান্দ্রা আসন থেকে দুবারের কংগ্রেস বিধায়ক ছিলেন। চলতি বছরের শুরুতে কংগ্রেস ছেঁড়ে এনসিপিতে যোগ দেন। এদিকে, বাবা সিদ্দিকী হত্যার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, বিষ্ণোই গ্যাংয়ের (Bishnoi gang News) একজন সদস্য প্রাক্তন প্রতিমন্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছেন। সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তাকে টার্গেট করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।