ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তুরস্কের বিমানবন্দরে (Flight Disruption) আটকে পড়েছেন ২০০-র বেশি ভারতীয়। ভার্জিন আটলান্টিক সংস্থার বিমানে লন্ডন থেকে মুম্বই আসছিলেন তাঁরা। মাঝ আকাশে এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে ওই বিমানের জরুরি অবতরণ করানো হয়। কিন্তু অভিযোগ, তার পর ৪০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখনও যাত্রীদের মুম্বই পৌঁছোনোর বন্দোবস্ত করা যায়নি।
যান্ত্রিক ত্রুটি দেখা দেয় (Flight Disruption)
জানা গিয়েছে, জরুরি অবতরণের সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিমান সংস্থার তরফে অবশ্য জানানো হয়েছে, যাত্রীদের বিকল্প হোটেলের বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। তাঁদের সমস্ত রকম সুযোগসুবিধা দেওয়া হচ্ছে (Flight Disruption)। যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছেন কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, ‘‘যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষা আমাদের প্রাধান্য। যে সমস্যা হয়েছে, আমরা তার জন্য ক্ষমাপ্রার্থী। বিমানের যান্ত্রিক ত্রুটি সেরে গেলে আমরা শুক্রবার, ৪ এপ্রিল স্থানীয় সময় রাত ১২টায় মুম্বইয়ের উদ্দেশে রওনা দেব।
পর্যাপ্ত জল, খাবার নেই (Flight Disruption)
তুরস্কের যে বিমানবন্দরে বিমানটিকে অবতরণ করানো হয়, সেখানে বিমান পরিচালনা করার মতো উপযুক্ত পরিবেশ নেই। যাত্রীদের অভিযোগ, তাঁরা সেখানে অত্যন্ত খারাপ পরিস্থিতির শিকার হচ্ছেন। নেই পর্যাপ্ত খাবার, নেই পানীয় জল, বিশ্রামের জায়গারও অভাব বিস্তর। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এক যাত্রী বলেন, ‘প্রায় ১৮ ঘণ্টা ধরে এই বিমানবন্দরে আটকে রয়েছি। কারও সঙ্গে যোগাযোগ করতে পারছি না। যে টার্মিনালে আমরা রয়েছি, সেখানে পর্যাপ্ত জল, খাবার নেই। বিশ্রাম নেওয়ার জায়গার অভাব। ছোট বাচ্চা, মহিলা এবং বয়স্ক ব্যক্তি রয়েছেন। তাঁরাও অসুস্থ হয়ে পড়ছেন।’
আরও পড়ুন: Madhya Pradesh Incident: কুয়োয় পড়ে গেল যুবক, বাঁচাতে গিয়ে মৃত্যু আরও ৭ জনের
‘সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার’
ভার্জিন আটলান্টিকা বিমান সংস্থার এক মুখপাত্র বলেছেন যে, “গত ২রা এপ্রিল লন্ডন থেকে মুম্বাইগামী VS358 বিমানটি দিয়ারবাকির বিমানবন্দরে এক যাত্রীর চিকিৎসার জন্য জরুরি অবতরণ করে। অবতরণের পর, বিমানটি একটি কারিগরি সমস্যার সম্মুখীন হয়। সমস্য়া সমাধানের জন্য কাজ চলছে আমাদের গ্রাহক এবং ক্রুদের নিরাপত্তা এবং সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, এবং আমরা আচমকা উদ্ধূত অসুবিধার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।” সোশ্যাল মিডিয়ায় সত্যম সুরানা নামে এক যাত্রী জানান, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস সাহায্যের আশ্বাস দিয়েছেন। ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একজন নোডাল অফিসারও নিয়োগ করেছে।’