ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২৬/১১ হামলার মূলচক্রী তাহাউর রানা(Tahawwur Rana)। আমেরিকা থেকে ভারতের হাতে প্রত্যর্পণ করা হয়েছে তাকে। বিমান থেকে নামা মাত্রই ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে গ্রেফতার করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বৃহস্পতিবার মধ্যরাতে তাঁকে হাজির করানো হয় দিল্লির পটীয়ালা হাউস কোর্টের বিশেষ এনআইএ আদালতের বিচারকের সামনে। মুম্বই হামলার নেপথ্যে থাকা ষড়যন্ত্রের দিকটি খতিয়ে দেখতে রানাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আর্জি জানায় এনআইএ। আর্জি মঞ্জুর করে বিচারক মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে ১৮ দিনের এনআইএ-র হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
২৬/১১ হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানাই!(Tahawwur Rana)
আদালতে এনআইএ জানায়, সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটাতে তাহাউর রানা(Tahawwur Rana) অপরাধমূলক ষড়যন্ত্র করেছিলেন। অন্য ষড়যন্ত্রীদের সঙ্গে শলা পরামর্শও করেছিলেন। বিচারক রানার কাছে জানতে চান, তিনি পাল্টা সওয়ালের জন্য নিজে কোনও আইনজীবী নিয়োগ করবেন, না কি আদালতের তরফ থেকে তাঁকে আইনি সহায়তা দেওয়া হবে?
হেডলির সঙ্গে মিলেই ২৬/১১-র হামলার ছক রানার(Tahawwur Rana)
তাহাউর রানা(Tahawwur Rana) আদতে পাকিস্তানি বংশোদ্ভূত হলেও বর্তমানে কানাডার নাগরিক। এত দিন লস অ্যাঞ্জেলেসের বন্দিশালায় আটক ছিলেন তিনি। অভিযোগ, পাক বংশোদ্ভূত আর এক সন্ত্রাসবাদী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। হেডলির সঙ্গে মিলেই ২৬/১১-র মুম্বই হামলার বিষয়টি ছকেছিলেন রানা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লশকর-এ-ত্যায়বার সঙ্গেও যোগ ছিল তাঁর। পাশাপাশি অপর জঙ্গি সংগঠন হরকত-উল-জিহাদি ইসলামির (হুজি) সঙ্গে তাঁর যোগাযোগ ছিল।
আরও পড়ুন: Father Killed Daughter: অন্য জাতের যুবকের সঙ্গে পালিয়েছিল মেয়ে, ফিরিয়ে এনে খুন করলেন বাবা
রানাকে নিয়ে বৃহস্পতিতেই বিমানবন্দরে অবতরণ
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রানাকে নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বিশেষ বিমান। রানাকে ভারতে ফেরানোর পরে একটি বিবৃতি দিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, ২০০৮ সালের ওই জঙ্গি হানার মূল ষড়যন্ত্রী ছিলেন রানা! রাতের দিকে পাটিয়ালা হাউসের বিশেষ এনআইএ আদালতে তোলা হয় পাক বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিককে। শুনানিতে এনআইএ জানায়, মুম্বই হামলার ষড়যন্ত্রের রহস্য উন্মোচনের জন্য রানাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। জাতীয় তদন্তকারী সংস্থা ২০ দিনের হেফাজত চেয়েছিল। তবে আদালত ১৮ দিনের হেফজত মঞ্জুর করেছে।
আরও পড়ুন: Hot Air Balloon Accident: হট এয়ার বেলুনের দড়িতে আটকে গেল পা, উঁচু থেকে আছড়ে পড়ে মৃত্যু যুবকের
রানাকে নিয়ে বিবৃতি এনআইএর
মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে হেফাজতে পাওয়ার পরই রানাকে নিয়ে একটি বিবৃতি দিয়েছে এনআইএ। ওই বিবৃতিতে বলা হয়েছে, বেশ কিছু বছরের চেষ্টার পর এনআইএ মুম্বই হামলার ওই মাস্টারমাইন্ডকে প্রত্যর্পণ করা সম্ভব হয়েছে। আগামী ১৮ দিন ওই হামলার ষড়যন্ত্রের নেপথ্যের রহস্য উন্মোচনে জেরা করা হবে রানাকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রানাকে রাখা হয়েছিল দিল্লির এনআইএ সদর দপ্তরে। আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করবে এনআইএর বিশেষ সন্ত্রাসদমন শাখা।