ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২৬/১১-য় মুম্বাইয়ের তাজ হোটেলে জঙ্গি হামলার(26/11 Mumbai Attack) অন্যতম চক্রী তাহাউর হুসেন রানার প্রত্যর্পণের অনুমতি দিল মার্কিন সুপ্রিম কোর্ট। ভারতে প্রত্যর্পণে আর কোনও বাধা রইল না। এর আগে মার্কিন আদালত প্রত্যপর্ণে সায় দিলেও রানা সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। তাঁর আবেদন খারিজ করে দিয়েছে আদালত। মুম্বই হামলার ঘটনায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের কাছে প্রত্যর্পণ করার পথে আর কোনও আইনি বাধা থাকল না।
মুম্বই হামলায় প্রত্যক্ষ যোগ (26/11 Mumbai Attack)
২০০৮ সালের নভেম্বর মাসের ওই জঙ্গি হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল(26/11 Mumbai Attack)। ওই বছরের ২৬ নভেম্বর মুম্বই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন ছ’জন মার্কিন নাগরিকও। ওই হামলায় যোগ পাওয়া গিয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক রানার। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর রানা মুম্বই হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন বলে অভিযোগ। ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে হাত মিলিয়ে লস্কর-ই-তইবার হয়ে কাজ করেছিলেন রানা। মুম্বই হামলায় প্রত্যক্ষ যোগসাজশের প্রমাণও পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা।
বন্ধু ডেভিড কোলম্যান হেডলি (26/11 Mumbai Attack)
তাহাউর রানা একজন প্রাক্তন পাকিস্তানি সেনা চিকিৎসক। কানাডায় অভিবাসনের পর শিকাগোতে একটি ইমিগ্রেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান চালাত। তার স্কুলজীবনের বন্ধু ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে মিলে সে ২৬/১১ মুম্বই হামলার পরিকল্পনায় যুক্ত ছিল(26/11 Mumbai Attack)। রানা তার সংস্থার একটি শাখা খোলার অজুহাতে হেডলিকে ভারতীয় ভিসা পেতে সাহায্য করে। হেডলি সেই ভিসা ব্যবহার করে মুম্বই হামলার নজরদারি ও পরিকল্পনা করেছিল। ২০০৯ সালে হেডলির গ্রেফতারের পর রানার এই ষড়যন্ত্রে জড়িত থাকার তথ্য সামনে আসে। ২০১১ সালে তাকে যুক্তরাষ্ট্রে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন:Bangladesh-Pakistan: পাক-বাংলাদেশ সামরিক সম্পর্ক? কড়া নজর সতর্ক ভারতের
প্রত্যর্পণ এড়ানোর চেষ্টা
বর্তমানে রানা আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একটি জেলে বন্দি রয়েছেন। আমেরিকার প্রশাসন ইতিমধ্যেই তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ার সম্মতি জানিয়েছে। প্রায় দেড় দশক আগে ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু তাতে সায় মেলেনি। আইনের ফাঁকফোকরকে কাজে লাগিয়ে বার বার প্রত্যর্পণ এড়ানোর চেষ্টা করেন অভিযুক্ত। এর আগে, ওয়াশিংটনের প্রাদেশিক আদালত, সান ফ্রান্সিসকোর আপিল আদালতে নবম সার্কিট কোর্টসহ একাধিক ফেডারেল আদালতে আইনি লড়াই চালিয়েছিলে আপিল করেছিলেন রানা। কিন্তু কোথাও সুরাহা মেলেনি। সব শেষে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছিলেন। সেখানেও তাঁর আবেদন খারিজ হয়ে গিয়েছে।
আরও পড়ুন:China-Taiwan: তাইওয়ানের ফাইবার-অপটিক্যাল কেবল কাটলো চিন! সংঘাতে আমেরিকার সাহায্য পাবে তাইওয়ান?
সমস্ত অভিযুক্তকে শাস্তির আওতায় আনার চেষ্টা ভারতের
রানার প্রত্যর্পণের বিষয়ে ভারত বহুদিন ধরেই দাবি জানিয়ে আসছিল। ২০২০ সালে ভারত পুনরায় এই বিষয়ে আবেদন করে। এবার সুপ্রিম কোর্টের রায়ের পর ভারতের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। মুম্বই হামলায় জড়িত সমস্ত অভিযুক্তকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে এটি ভারতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রানাকে ফেরত পাওয়ার অনুমতি ভারতের জন্য একটি বড় সাফল্য।