শুরু ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে বসবে চাঁদের হাট!

বছরভর আপামর বাঙালি ছাড়াও, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিকে। দিন গোনা শেষ, আজ থেকে শুরু হচ্ছে  ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ।  সাজো সাজো রব, কলকাতার প্রাণকেন্দ্র নন্দনে। 

১৫ অর্থাৎ আজ থেকে ২২ ডিসেম্বর অবধি চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।আজ বিকেলে  বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিফের উদ্বোধন করবেন রাজ্যের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে এবছরও বসবে চাঁদের হাট। টলিউডের পাশাপাশি হাজির থাকবেন তাবড় বলিউড তারকারা। অমিতাভ বচ্চন , জয়া বচ্চন, শাহরুখ খান ,কুমার শানু ,সৌরভ গঙ্গোপাধ্যায়, রানি মুখোপাধ্যায়, অরিজিৎ সিং , শত্রুঘ্ন সিনহা  ছাড়াও প্রায় গোটা টলিউড এবার হাজির থাকবেন।  

নন্দন , রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘর,  চলচ্চিত্র শতবর্ষ ভবন ও রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ  এই সমস্ত জায়গায় দেখা যাবে দেশ- বিদেশের ছবিগুলি। 


এবছর চলচ্চিত্র উৎসবের থিম রাখা হয়েছে - 'বিশ্ব মেলে ছবির মেলায়'  শহরের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে লাগানো হয়েছে হোডিং। এই  থিম মাথায় রেখে যেভাবে ক্যাম্পেইন সাজানো হচ্ছে, তা ইতিমধ্যে দারুণ প্রশংসিত। কোথাও 'দ্য কিড'-র চার্লি চ্যাপলিনের পাশে বসে আছে  'পথের পাঁচালী'-র অপু, তো কোথাও মহানায়কের মুখোমুখি বসে আছেন জিন সেবার্গ। আবার  রবি ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, অমিতাভ বচ্চনদের অভিনীত চরিত্রগুলি মিলেছে বিদেশী ছবির চরিত্রের সঙ্গে। এক কথায় বলা যায়, গোটা বিশ্বের ছবি মিলেমিশে এক হয়ে গেছে। 


প্রসঙ্গত, ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেন্টেনারি ট্রিবিউট বিভাগে থাকছে হৃষিকেশ, ভারতী দেবী, দিলীপ কুমার, অসিত সেন, কে আসিফ, অ্যালান রেনে, আলি আককবর খাঁ, পাওলো পাসোলনির ছবি। হোমেজে থাকছে জঁ লুক গোদার পরিচালিত কিছু ছবি। ৪২ দেশের মোট ১০৭৮ ছবি প্রদর্শিত হবে এবছরের কলকাতা চলচ্চিত্র উৎসবে। 

মোট পাঁচটি আলাদা প্রতিযোগিতামূলক বিভাগ রয়েছে এবার। ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজ, কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, এশিয়ান সিলেক্ট , ন্যাশনাল কম্পিটিশন অন ডকুমেন্টারি এবং শর্ট ন্যাশনাল কম্পিটিশন অন ফিকশন। এছাড়াও দুটি নন-কম্পিটিশন বিভাগ থাকবে , সিনেমা ইন্টারন্যাশনাল ও বেঙ্গলি প্যানোরমা।