Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদের রানিতলায় মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার গভীর রাতে রানিতলা থানার অন্তর্গত বেনীপুর ভাঙ্গনপাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে (Murshidabad Fire) পুড়ে মৃত্যু হল তিন শিশুর। মৃতদের মধ্যে রয়েছে দুই বালক সাহিল (৯) ও আদিল (৯) এবং এক নাবালিকা সাজিদা (৭)। তিনজনই পরিযায়ী শ্রমিক শোয়ান শেখের সন্তান বলে জানা গিয়েছে।
পাটকাঠির বাড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে (Murshidabad Fire)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙনের কারণে ভিটেছাড়া হয়ে শোয়ান শেখ ও নয়ন শেখ – দুই ভাই পরিবার নিয়ে একটি অস্থায়ী পাটকাঠির ঘরে বসবাস করছিলেন। শনিবার রাতের গভীরে, সকলেই ঘুমিয়ে থাকার সময় আচমকাই ঘরে আগুন লাগে। পাটকাঠির ঘর হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। আগুনের লেলিহান শিখায় আটকে পড়ে ঘুমন্ত অবস্থাতেই দগ্ধ হয় তিন ভাইবোন।
আরও পড়ুন:Unnatural Death: আরজিকরের ডাক্তারি ছাত্রীর মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?
রাতের নিস্তব্ধতা চিরে প্রথমে আগুন (Murshidabad Fire) লাগার আওয়াজ এবং পরে কান্নার শব্দে জেগে ওঠে প্রতিবেশীরা। দ্রুত ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালান তাঁরা, কিন্তু ততক্ষণে আগুনে ঘর প্রায় সম্পূর্ণ ভস্মীভূত। ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকতে দেখা যায় শিশুদের দেহ। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান ভগবানগোলা বিধানসভার বিধায়ক রেয়াত হোসেন সরকার এবং রানিতলা থানার পুলিশ। উদ্ধার করা হয় দগ্ধ দেহগুলি, যা পাঠানো হয় নশিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে ময়নাতদন্তে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা থাকলেও, বিকল্প কারণ হিসেবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিযায়ী শ্রমিক পরিবারের এই মর্মান্তিক ক্ষতি ভোলার নয়। প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি, অগ্নিকাণ্ডের (Murshidabad Fire) প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।