ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পদ শূন্য হলে, উপরাষ্ট্রপতির নির্বাচন ‘যত তাড়াতাড়ি সম্ভব’ করতে হবে (3 probable frontrunners in vice president race)। জগদীপ ধনখড়ের পদত্যাগের পর বেশ কয়েকটি নাম ভেসে উঠছে।
ধনখড়ের পদত্যাগে শূন্য দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদ (3 probable frontrunners in vice president race)
উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করার পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ শূন্য হয়ে পড়েছে। সংবিধান অনুযায়ী, এই পদের নির্বাচন “যত দ্রুত সম্ভব” করতে হবে (3 probable frontrunners in vice president race)। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচন ঘোষণা করা হয়নি, ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের নাম ঘুরপাক খেতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কারা হতে পারেন পরবর্তী উপ-রাষ্ট্রপতি?
নিতীশ কুমার (3 probable frontrunners in vice president race)
নিতীশ কুমারকে উপ-রাষ্ট্রপতি হিসেবে কল্পনা করা অনেকের কাছে অবাস্তব মনে হলেও, তাঁকে নিয়ে জল্পনা থামছে না (3 probable frontrunners in vice president race)। এনডিএ-র মিত্র উপেন্দ্র কুশওয়াহাসহ অনেকে বলেছেন, বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নিতীশ কুমার যেন সরে দাঁড়ান এবং পরবর্তী প্রজন্মের জন্য পথ ছেড়ে দেন। এই তত্ত্বকে জোরালো করছে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের ঘোষণা, তিনি বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাহলে উপ-রাষ্ট্রপতির পদই কি হতে চলেছে দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের সম্মানজনক প্রস্থান?
ভিকে সাক্সেনা (৬৭) (3 probable frontrunners in vice president race)
মাত্র তিন বছর আগে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়া ভিকে সাক্সেনাকে নিয়ে অনেকদিন ধরেই বলা হচ্ছে, তিনি বড় কোনও দায়িত্বে যেতে পারেন (3 probable frontrunners in vice president race)। কর্পোরেট দুনিয়া থেকে উঠে আসা সাক্সেনা দিল্লির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে মনে করা হয়। দিল্লি জল বোর্ড থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্তে আপ সরকারের সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ান তিনি। এই দ্বন্দ্বই পরবর্তীতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তিতে প্রভাব ফেলে বলে অনেকের মত।
মনোজ সিনহা (৬৬) (3 probable frontrunners in vice president race)
জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার পাঁচ বছরের মেয়াদ ৬ আগস্ট শেষ হচ্ছে। ফলে এই সময়টা উপ-রাষ্ট্রপতির পদের জন্য তাঁর সামনে আদর্শ সময় হতে পারে। উত্তরপ্রদেশের পুরনো বিজেপি নেতা এবং প্রাক্তন রেল প্রতিমন্ত্রী হিসেবে তিনি পরিচিত। ৩৭০ ধারা বাতিলের পর জম্মু-কাশ্মীরে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে তাঁর অবদান ছিল বলে তাঁর সমর্থকদের দাবি। তবে তাঁর মেয়াদ শেষ হচ্ছে পাহেলগামে জঙ্গি হামলার দায়ভার নিয়ে, যেখানে ২৫ জন পর্যটক এবং এক ঘোড়াচালক নিহত হন।
নির্বাচন কবে?
উপ-রাষ্ট্রপতির নির্বাচন কবে হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে সংবিধান অনুযায়ী, দীর্ঘদিন পদের শূন্যতা থাকা যায় না। তাই আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি আসতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। উপ-রাষ্ট্রপতি পদ নিয়ে এই মুহূর্তে দেশের রাজনীতিতে চূড়ান্ত কৌতূহল এবং কৌশলগত অঙ্ক চলছে।