ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: খাদ্য বিষক্রিয়ার (Food Poisoning) অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে সরকার পরিচালিত শিশু আশ্রম ‘নির্ভানা রাজকীয় বাল গ্রহ-এ। মঙ্গলবার রাতে ডিনার করার পর এই ভয়াবহ পরিস্থিতি শুরু হয়। লখনউয়ের এই ঘটনায় খাদ্য বিষক্রিয়ার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার।
শারীরিক-মানসিক সমস্যায় আক্রান্ত (Food Poisoning)
জানা যাচ্ছে ওই পুনর্বাসন কেন্দ্রে ১৪৭ জন শিশু রয়েছে, যাদের বেশিরভাগই অনাথ বা শারীরিক-মানসিক সমস্যায় আক্রান্ত। রাতে ওই কেন্দ্রে থাকা ২০ জন শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে, তাদের দ্রুত লোকবন্ধু রাজ নারায়ণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুদের মধ্যে তীব্র ডিহাইড্রেশন দেখা দিয়েছে এবং সবরকম চেষ্টা করেও দু’জনকে বাঁচানো যায়নি (Food Poisoning)। পরে আরও দু’জনকে অন্য একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলে, তারাও মারা যায়।
শারীরিক অবস্থা দ্রুত খারাপ (Food Poisoning)
শিশুদের প্রথমে লোক বঁধু হাসপাতালে ভর্তি করা হয়, যখন তাদের শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। লোক বঁধু হাসপাতালের প্রধান চিকিৎসা সুপারিনটেনডেন্ট ডা. রাজীব দীক্ষিত বলেন, “এটা বলা কঠিন যে এটা শুধুমাত্র খাদ্য বিষক্রিয়া। কিছু শিশু রক্তাল্পতা এবং জলশূন্যতায় ভুগছিল। আমরা সব প্রয়োজনীয় পরীক্ষা, যেমন এক্স-রে এবং রক্ত পরীক্ষা, করেছি।”
আরও পড়ুন: Muzaffarnagar: কফিতে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা স্বামীকে, পরকীয়ার জের?
‘চিকিৎসায় কোনও গাফিলতি না হয়’
উত্তরপ্রদেশ মহিলা কমিশনের সহ-সভাপতি এবং বিজেপি নেত্রী অপর্ণা যাদবও হাসপাতালে গিয়ে অসুস্থ শিশুদের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, ‘ডাক্তাদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যাতে চিকিৎসায় কোনও গাফিলতি না হয়। এই ঘটনার পেছনে কারও দায় থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।