Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছত্তিশগড়ের পরে এবার মহারাষ্ট্র। যৌথ বাহিনীর অভিযানে আবার রক্ত ঝরল মাওবাদীদের(Maoists killed)। গঢ়চিরৌলীতে সিআরপিএফ এবং মাওবাদী দমনে প্রশিক্ষণপ্রাপ্ত মহারাষ্ট্র পুলিশের বিশেষ বাহিনী ‘সি-৬০’-র যৌথ অভিযানে নিহত হয়েছে কমপক্ষে ৪ মাওবাদী।
মাওবাদীদের বিরুদ্ধে অভিযান (Maoists killed)
মহারাষ্ট্র পুলিশ সূত্রের খবর, নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র সহযোগী পেরিমিলি এবং টিপাগড় দলমের সদস্যদের গতিবিধির কথা সূত্র মারফত জানতে পেরে বৃহস্পতিবার থেকে অভিযান শুরু হয় ছত্তিশগড় সীমানা লাগোয়া এলাকায়(Maoists killed)। কাওয়ান্ডে এলাকার খোলার জঙ্গলে সি-৬০ বাহিনীর ‘ফরওয়ার্ড অপারেটিং বেস’ (এফওবি) থেকে অভিযান শুরু হয়। প্রায় ৩০০ কমান্ডো অভিযানে অংশ নেন। সুকমাতেও যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে শুক্রবার এক মাওবাদীর মৃত্যু হয়েছে।

দ্বিতীয় অভিযান (Maoists killed)
অন্যদিকে, সীমানার ওপারে ছত্তিশগড়ের দিক থেকে ইন্দ্রাবতী নদীর তীর বরাবর নেলগুন্ডা অভিমুখে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় আধাসেনা সিআরপিএফ। মহারাষ্ট্র পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার ভোরে দুই বাহিনীর মধ্যে পড়ে এলোপাথাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে মাওবাদী গেরিলারা। সে সময় গুলির লড়াইয়ে চার জন নিহত হন। বাকিরা ঘন জঙ্গলে গা ঢাকা দেয়। ঘটনাস্থল থেকে একটি স্বংয়ক্রিয় রাইফেল, দু’টি ৩০৩ রাইফেল, একটি শটগান, বিস্ফোরক, ওয়াকিটকি, ক্যাম্পিং উপকরণ-সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন- Rahul Gandhi: দিল্লি বিশ্ববিদ্যালয়ে রাহুলের ঝটিকা সফর! নিন্দা প্রোক্টরের
ছত্তিসগড়ে সাফল্য (Maoists killed)
ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেয়েছে পুলিশ (Maoists killed)। বুধবার ছত্তিসগড়ের নারায়ণপুরের অবুঝমাড়ে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় ২৭ জন মাওবাদী। নিহতদের মধ্যে রয়েছেন সিপিআই (মাওবাদী) সংগঠনের সাধারণ সম্পাদক নম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু-ও।বৃহস্পতিবার সুকমা এলাকায় মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর গুলির লড়াই হয়। ওই লড়াইয়ে মৃত্যু হয় এক মাওবাদীর। গুলির লড়াইয়ে নিহত হন কোবরা বাহিনীর এক কমান্ডোও।
আরও পড়ুন- Gold Smuggling: সোনা পাচার-কাণ্ডে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে শিবকুমার, সরব বিজেপি
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অভিযান (Maoists killed)
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, গড়চিরোলি এলাকার ইন্দ্রাবতী জঙ্গল এলাকায় যৌথ অভিযান চালায় সিআরপিএফ এবং পুলিশের স্পেশাল কমান্ডো ইউনিট সি-৬০-র জওয়ানরা(Maoists killed)। ওই এলাকায় মাওবাদীদের একটি দল লুকিয়ে আছে খবর পাওয়ার পরে কাওয়ান্ডে এবং নেলগুন্ডা থেকে ওই অভিযান শুরু হয়। ভারী বৃষ্টির মধ্যেই চলে তল্লাশি অভিযান। শুক্রবার সকালে ইন্দ্রাবতী নদীর ধারের ওই এলাকা ঘিরে ধরে নিরাপত্তা রক্ষীরা। জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। প্রায় ২ ঘন্টা গুলির লড়াইয়ের পরে এলাকায় তল্লাশি চালিয়ে চার জনের দেহ উদ্ধার হয় বলে জানিয়েছেন এক আধিকারিক।
