ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এই আর্থিক সহায়তা দেশজুড়ে গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং উন্নয়নমূলক প্রকল্পগুলিতে অর্থ সাহায্য করবে বলে আশা করা হচ্ছে (4850 crore credit line to Maldives)। এর পাশাপাশি, পূর্ববর্তী ভারতীয় অর্থ সাহাজ্যের ঋণ লাইন অফ ক্রেডিটের উপর মালদ্বীপের বার্ষিক ঋণ পরিশোধের বাধ্যবাধকতা হ্রাস করার জন্য একটি সংশোধনী চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মালদ্বীপে ভারতের পূর্ণ সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর (4850 crore credit line to Maldives)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের মালদ্বীপ সফরে গিয়ে দ্বীপরাষ্ট্রটির উন্নয়নে ভারতের পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন (4850 crore credit line to Maldives)। এই সফরের অন্যতম বড় দিক হল মালদ্বীপকে ৪,৮৫০ কোটি টাকার নতুন লাইন অফ ক্রেডিট দেওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর। এই আর্থিক সহায়তা মালদ্বীপ জুড়ে গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হবে।
সংশোধিত চুক্তি
এছাড়া, পূর্বে ভারতের সহায়তায় নেওয়া ঋণের ক্ষেত্রে মালদ্বীপের বার্ষিক ঋণ পরিশোধের বোঝা কমানোর জন্য একটি সংশোধিত চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর ফলে মালদ্বীপ কিছুটা আর্থিক স্বস্তি পাবে।
ভারত-মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু (4850 crore credit line to Maldives)
উভয় দেশই ভারত-মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি (India-Maldives Free Trade Agreement – IMFTA) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে। এই চুক্তির লক্ষ্য হল দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং বাণিজ্য সম্প্রসারণ (4850 crore credit line to Maldives)।
আরও পড়ুন: Indian Tourists: নজরে প্রধানমন্ত্রী মোদীর সফর! মলদ্বীপের ভাগ্যে কী শিকে ছিঁড়বে?
কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর উদযাপন
ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উপলক্ষে একটি যৌথ স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে।
বিভিন্ন খাতে সহযোগিতার জন্য একাধিক সমঝোতা চুক্তি
দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে একাধিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়েছে। এর মধ্যে রয়েছে মাছ ধরা ও জলজ কৃষিতে যৌথ উদ্যোগ, ভারতের ট্রপিক্যাল মেটিওরোলজি ইনস্টিটিউট এবং মালদ্বীপ মেটিওরোলজিক্যাল সার্ভিসের মধ্যে আবহাওয়া সংক্রান্ত গবেষণায় সহযোগিতা এবং ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নিয়ে যেতে স্কেলযোগ্য ডিজিটাল গভর্নেন্স পদ্ধতি ভাগ করে নেওয়ার ব্যবস্থা।