ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তামিলনাড়ুর মাদুরাইতে সিপিএম-এর ২৪ তম পার্টি কংগ্রেসে (CPM Party Congress) চলছিল। রবিবার, পার্টি কংগ্রেসের শেষ দিনে গঠিত হল সিপিএমের পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটি। বাংলা থেকে ৫ নতুন মুখ এল সিপিএমের নতুন কেন্দ্রীয় কমিটিতে। বঙ্গ সিপিএমের যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়কে দলের কেন্দ্রীয় কমিটিতে জায়গা দিল সিপিএম। ৮৫ জনের নতুন কেন্দ্রীয় কমিটি তৈরি হয়েছে। সেই কমিটিতেই মিনাক্ষী-সহ নতুন পাঁচ জন গেলেন বাংলা থেকে। বাদও পড়েছেন বাংলার পাঁচ জন।
আগামী দিনে নেতৃত্বের উপরের সারিতে (CPM Party Congress)
সাধারণত এই প্রেসিডিয়ামে তাঁরাই জায়গা পান, যাঁদের দল আগামী দিনে নেতৃত্বের উপরের সারিতে তুলে আনতে চায় (CPM Party Congress)। মীনাক্ষী প্রেসিডিয়ামে জায়গা পাওয়ার পরই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য হতে চলেছেন। সেই জল্পনাতেই সিলমোহর। মীনাক্ষী ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ, হুগলির জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক সৈয়দ হোসেন, দার্জিলিংয়ের জেলা সম্পাদক সমন পাঠক।
কেন্দ্রীয় কমিটির বিশেষ অনুমতি (CPM Party Congress)
সমন, দেবব্রত ও সৈয়দ এখন দার্জিলিং, হুগলি ও পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক। সিপিআইএমের নিয়মে, এক সঙ্গে তিন স্তরের কমিটিতে থাকা যায় না। ফলে, এই তিন জনের জন্য কেন্দ্রীয় কমিটির বিশেষ অনুমতি নিতে হবে। বিশেষ অনুমতি নেওয়া না কি জেলা সম্পাদক পদে বদল আনা হবে তা নিয়ে চর্চা শুরু হয়েছে সিপিআইএমের অন্দরে। কারণ ওই তিন জেলা সম্পাদক রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। আবার কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন।
আরও পড়ুন: Minakshi Mukherjee: সম্মেলন মঞ্চের বড় দায়িত্বে মিনাক্ষী, কমিটিতেও কি থাকবে তরুণ মুখ?
৭৫ বছর পেরিয়ে যাওয়ার কারণে বাদ কারা?
প্রজন্ম বদল হল পলিটব্যুরোতে। বাদ পড়লেন প্রকাশ কারাত, বৃন্দা কারাত, সুহাসিনী আলি, জি রামকৃষ্ণন, মানিক সরকার, সূর্যকান্ত মিশ্র। সকলেই ৭৫ বছর পেরিয়ে যাওয়ার কারণে কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরো থেকে বাদ গেলেন। ব্যতিক্রমী হলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (CPM Party Congress)। তাঁর বয়স হলেও ব্যতিক্রমী হিসাবে রেখে দেওয়া হল। বাংলার ১৩ জন সদস্য ছিলেন কেন্দ্রীয় কমিটিতে। এবার ৩ জন বাদ পড়লেন এবং নতুন করে পাঁচজন কেন্দ্রীয় কমিটিতে ঢুকে পড়লেন। সব মিলিয়ে ৮৫ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে বাংলার সদস্য বেড়ে দাঁড়াল ১৫।
বাদ গেলেন সূর্যকান্ত
এতদিন পলিটব্যুরো ছিলেন মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম আর সূর্যকান্ত মিশ্র। সেলিম, রামচন্দ্র ডোম থাকলেন। বয়সের নিয়মে বাদ গেলেন সূর্যকান্ত। এলেন শ্রীদীপ। বাংলার সদস্যরা ছাড়াও বয়সের কারণে পলিটব্যুরো থেকে বাদ পড়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর জায়গায় এলেন ত্রিপুরার রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।