ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভয়ঙ্কর দাবানলে জ্বলছে আমেরিকার লস অ্যাঞ্জেলস (Los Angeles Wildfire)। ক্রমশ বিধ্বংসী আকার নিচ্ছে দাবানল। আগুন ছড়াচ্ছে ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে। ইতিমধ্যেই পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রকৃতির রুদ্ররোষে পুড়ে ছাই হাজার হাজার বাড়ি। ঘরছাড়া লক্ষাধিক। এখনও বিভিন্ন জায়গার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া চলছে। জারি রয়েছে জরুরি অবস্থা।
লস এঞ্জেলসের প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী পাহাড়ি এলাকা প্যালিসেডস, ইটন এবং হার্স্ট এলাকায় দাবানলের প্রভাব সবচেয়ে বেশি। দমকা হাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে মনে করা হচ্ছে। দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। দাবানলের জেরে থমকে গিয়েছে হলিউডের কাজও। প্রায় ১০০০ বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। হলিউড শিল্পীদের অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
আরও পড়ুন: Earthquake In Tibet: শীতের সকালে আচমকা ভূমিকম্প, কাঁপল কলকাতা-দিল্লি-বিহার-শিলিগুড়ি, উৎসস্থল নেপাল
জানা গিয়েছে, লস অ্যাঞ্জেলসের (Los Angeles Wildfire) পাহাড়ি অঞ্চল থেকে আগুন ছড়াচ্ছে শহুরে এলাকাতেও। তাই জোর কদমে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে লোকজনদের সরানো হচ্ছে। আল জাজিরা সূত্রে খবর, সান্টা মনিকা ও মালিবুর ছাড়াও আরও চার জায়গায় পৃথকভাবে দাবানলের সৃষ্টি হয়েছে। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিচ্ছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একাধিক জায়গা থেকে এখনও পর্যন্ত ৭০ হাজার বাসিন্দা সরিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আগুনের গ্রাসে চলে গিয়েছে হাজার খানেক বাড়ি। যা লস অ্যাঞ্জেলসের দাবানলের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর।
আরও পড়ুন: Justin Trudeau Resignation: পদত্যাগ করলেন জাস্টিন ট্রুডো, কী হতে চলেছে কানাডার ভবিষ্যৎ?
দমকলের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা করছেন। তবে ইতিমধ্যে যা ক্ষয়ক্ষতি হয়েছে তা অনেকটাই বেশি। প্যালিসেডস, ইটন এবং হার্স্ট এলাকায় দাবানলের প্রভাব অত্যন্ত বেড়েছে বলে খবর। দাবানলের আগুন নেভাতে নেভাতে সেখানে জলসঙ্কটও দেখা গিয়েছে। যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম বর্তমান পরিস্থিতির বিবরণ দিয়ে জানিয়েছে, আগুন নেভাতে দমকল বাহিনীকে এত জল ব্যবহার করতে হচ্ছে যে, বড় নর্দমাগুলিতে প্রায় জল নেই।