Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাধ্যমিকের ফল প্রকাশের পর যেমন অনেক পরিবারে খুশির জোয়ার বইছে, তেমনই বহু বাড়িতে নেমে এসেছে হতাশা ও উদ্বেগের ছায়া (Exam Failure)। প্রত্যাশা পূরণ না হওয়া বা খারাপ ফলাফলের কারণে অনেক ছাত্রছাত্রী মানসিক চাপে ভুগছে, কেউ কেউ আত্মবিশ্বাস হারাচ্ছে। এমন সময় তাদের পাশে পরিবার, বিশেষ করে বাবা-মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সন্তানের ব্যর্থতা জীবনের শেষ কথা নয়। বরং এই সময়েই দরকার সহানুভূতি, সাহস এবং যথাযথ দিকনির্দেশ। নিচে রইল এমন পাঁচটি গুরুত্বপূর্ণ উপায়, যা মাধ্যমে খারাপ ফল করা সন্তানের পাশে দাঁড়ানো সম্ভব—একজন সংবেদনশীল ও দায়িত্বশীল অভিভাবক হিসেবে।
১. সমালোচনা নয়, সহানুভূতি দিন (Exam Failure)
পরীক্ষার খারাপ ফল দেখে অনেক বাবা-মা রেগে যান, বকাবকি করেন, তুলনা টানেন—এগুলো শুধুই সন্তানের মনোবল ভেঙে দেয়। বরং প্রথমেই তার সঙ্গে শান্তভাবে কথা বলুন, বোঝার চেষ্টা করুন সে কেমন অনুভব করছে। একটি খারাপ ফল কোনো ছাত্রের ক্ষমতার মাপকাঠি হতে পারে না।
আরও পড়ুন: Abantika Roy: প্রথম দশে কলকাতার একমাত্র স্থানাধিকারী, অবন্তিকা রায়ের নজরকাড়া সাফল্য
২. তুলনা নয়, আত্মবিশ্বাস তৈরি করুন (Exam Failure)
“তোর বন্ধুটি কত ভালো রেজাল্ট করেছে!”—এই ধরনের তুলনা এড়ান। বরং বলুন, “তুমি নিশ্চয়ই পারবে, একটু সময় ও পরিকল্পনা দরকার।” সন্তানের উপর আস্থা রাখলে সে নিজেও নিজের উপর আস্থা ফিরে পাবে।
৩. বিশ্লেষণ করুন, দোষ খোঁজার জন্য নয় (Exam Failure)

কোন বিষয়ে পিছিয়ে পড়েছে, কোন জায়গায় প্রস্তুতির ঘাটতি ছিল—সেই বিষয়ে খোলামেলা আলোচনা করুন। লক্ষ্য রাখুন, এই আলোচনা দোষারোপের জায়গা থেকে নয়, উন্নতির জন্য হোক।
৪. পরবর্তী পরিকল্পনায় সহায়তা করুন (Exam Failure)
সন্তান যেন জানে, তার সামনে এখনো বহু সুযোগ রয়েছে। উচ্চ মাধ্যমিক, ভোকেশনাল ট্রেনিং, অল্টারনেটিভ ক্যারিয়ার অপশন—সবই খোলা। উপযুক্ত কাউন্সেলিং এবং গাইডেন্সের ব্যবস্থা করুন, যাতে সে নতুন করে লক্ষ্যের দিকে এগোতে পারে।
আরও পড়ুন: Adrita Sarkar: রায়গঞ্জের গর্ব, মাধ্যমিকে রাজ্যের শিখরে আদৃত সরকার
৫. মানসিক স্বাস্থ্যের যত্ন নিন (Exam Failure)
ব্যর্থতার পর মানসিক চাপ, হতাশা বা আত্মবিশ্বাস হারানো অস্বাভাবিক নয়। যদি সন্তান একাকিত্বে ভোগে বা নিজেকে গুটিয়ে নেয়, তাহলে পেশাদার কাউন্সেলরের সাহায্য নিতে পিছপা হবেন না। পরিবার হিসেবে তাদের ভালো থাকা নিশ্চিত করা প্রথম দায়িত্ব।
একটি পরীক্ষার ফল কখনোই জীবনের শেষ কথা নয় (Exam Failure)। বরং ব্যর্থতার মুহূর্তে সন্তানের পাশে দাঁড়িয়ে আপনি যদি তার মনোবল অটুট রাখতে পারেন, তবে সেটাই তার ভবিষ্যতের সবচেয়ে বড় সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়াবে। সন্তানের কাঁধে বোঝা নয়, হোক সাহসের হাত!