ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছত্তিশগড়ে প্রায় ৫০ জন মাওবাদী আত্মসমর্পণ (Maoist Surrender In Chhattisgarh) করেছে ৷ বিজাপুরে সিআরপিএফ কর্মকর্তাদের উপস্থিতিতে নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা । রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছত্তিশগড় সফরে গিয়েছিলেন। তার আগেই করেছে তাঁরা আত্মসমর্পণ। এর মধ্যে ১৪ জন মাওবাদীর মাথায় দাম হিসেবে মোট ৬৮ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা ছিল।
অমানবিক মতাদর্শ এবং শোষণে বিরক্ত (Maoist Surrender In Chhattisgarh)
শনিবার বস্তার ও সুকমা জেলায় সংঘর্ষে ১১ মহিলা সহ ১৮ মাওবাদীর মৃত্যু হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। রবিবার ছত্তিশগড়ের বিলাসপুরে ৩৩৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেছেন মোদি। তার সফরের ঠিক আগেই বিজাপুরে এই আত্মসমর্পণের ঘটনা ঘটে। বিজাপুরের এসপি জিতেন্দ্র যাদব (Maoist Surrender In Chhattisgarh) বলেন, “ফাঁপা আদর্শ থেকে বেরিয়ে এসে মোট ৫০ জন মাওবাদী অস্ত্র সমর্পণের সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের অমানবিক মতাদর্শ এবং শোষণে বিরক্ত তারা ৷ তাই রক্তপাত ও সহিংসতার পথ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসব মাওবাদীরা ৷”
‘আমার ভালো গ্রাম’ প্রকল্প (Maoist Surrender In Chhattisgarh)
তিনি আরও বলেন, “মাওবাদীরা সরকার কর্তৃক পরিচালিত ‘আমার ভালো গ্রাম’ প্রকল্প দ্বারা অনুপ্রাণিত হচ্ছে । এই প্রকল্পের অধীনে মাও কবলিত এলাকাতেও উন্নয়নের সুফল পৌঁছেছে । দূরবর্তী এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পও খোলা হচ্ছে । আর তাই মাওবাদীরা আত্মসমর্পণ করে জীবনের মূল স্রোতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে ৷” পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণকারী সকলেই জানিয়েছে তাঁরা অন্তঃসারশূন্য মাওবাদী রাজনীতির প্রতি শ্রদ্ধা হারিয়েছেন।
আরও পড়ুন: Elephants In Jharkhand: ঝাড়খণ্ডে বুনো হাতির তাণ্ডব, চার দিনে মৃত ৭