ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বৃহস্পতিবার বাজেট (Uttar Pradesh Budget 2025) পেশ হয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী সুরেশ খান্না ২০২৫-২০২৬ অর্থবর্ষের জন্য প্রায় ৮.০৮ লক্ষ কোটি টাকার রাজ্য বাজেট (Uttar Pradesh Budget 2025) পেশ করেছেন। বাজেটের মূল লক্ষ্য ছিল দ্রুত পরিকাঠামো উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ, শিক্ষা এবং সামাজিক কল্যাণ। এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে পেশ হওয়া এটিই সবচেয়ে বেশি বরাদ্দের বাজেট।
পরিকাঠামো উন্নয়ন (Uttar Pradesh Budget 2025)
এবারের বাজেটে পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২২ শতাংশ বাজেট (Uttar Pradesh Budget 2025) বরাদ্দ করা হয়েছে উন্নয়নমূলক কাজে, যার মধ্যে রাস্তা, এক্সপ্রেসওয়ে ও শহরের আধুনিকীকরণ অন্তর্ভুক্ত।
–চারটি নতুন এক্সপ্রেসওয়ে উন্নত করা হবে।
–৫৮টি পুরসভাকে স্মার্ট সিটিতে পরিণত করা হবে।
শিক্ষা ও প্রযুক্তি খাতে বিনিয়োগ (Uttar Pradesh Budget 2025)
এবারের বাজেটে শিক্ষা খাতে ১৩ শতাংশ বরাদ্দ এবং প্রযুক্তি খাতে নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে (Uttar Pradesh Budget 2025)।
–রাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা শহর (AI City) গড়ে তোলা হবে, যা প্রযুক্তিগত উদ্ভাবনের কেন্দ্র হিসেবে কাজ করবে।
–সাইবার নিরাপত্তা বিষয়ক উন্নয়নের জন্য Technology Research Translation Park তৈরি করা হবে।
–সায়েন্স সিটি, সায়েন্স পার্ক ও প্ল্যানেটোরিয়াম গড়ার পরিকল্পনা।
স্বাস্থ্য ও কৃষি খাতে বরাদ্দ
স্বাস্থ্য খাতে ৬ শতাংশ এবং কৃষি ও আনুষঙ্গিক পরিষেবায় ১১ শতাংশ বাজেট বরাদ্দ করা হয়েছে।
–কৃষি খাতে উন্নয়নের জন্য নতুন প্রকল্প ঘোষণা করা হবে।
–উজ্জ্বলা যোজনায় ২টি করে LPG সিলিন্ডার দেওয়া হবে।
সামাজিক কল্যাণ ও কর্মসংস্থান
রাজ্যের সামাজিক কল্যাণ ও কর্মসংস্থান বিষয়েও উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হবে বলে বাজেটে জানানো হয়েছে।
–যোগ্যতার ভিত্তিতে ছাত্রীরা স্কুটি পাবেন।
–রাজস্ব আদায়কারী কর্মীদের জন্য ল্যাপটপ ও স্মার্টফোনের ব্যবস্থা করতে ২৪ কোটি টাকা বরাদ্দ।
–যুব কল্যাণ ও ক্রীড়া খাতে সরকার জোর দেবে, যার মধ্যে এক লাখ মাইক্রো এন্টারপ্রাইজ স্থাপন করা হবে।
দরিদ্রদের সহায়তায় ‘শূন্য দারিদ্র অভিযান’
অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০২৪ সালের ২ অক্টোবর থেকে শুরু হয়েছে ‘শূন্য দারিদ্র অভিযান’। এই প্রকল্পের আওতায়, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের অধীনে সবচেয়ে গরিব পরিবারগুলিকে চিহ্নিত করা হবে এবং তাদের আয় বছরে ১ লক্ষ ২৫ হাজার টাকায় পৌঁছানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
আরও পড়ুন : নির্যাতনের শিকার মূক ও বধির কন্যা, ধৃত যুবক সিরিয়াল রেপিস্ট!
অর্থমন্ত্রী সুরেশ খান্নার বক্তব্য
রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক কল্যাণে এই বাজেট বড় পদক্ষেপ বলে বর্ণনা করে অর্থমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে, আইন-শৃঙ্খলা, শিল্প উন্নয়ন, দারিদ্র দূরীকরণ ও আর্থিক অন্তর্ভুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে প্রভূত উন্নতি করেছে উত্তরপ্রদেশ।” অর্থমন্ত্রী সুরেশ খান্না বলেন, “আইন-শৃঙ্খলা এবং বিদ্যুৎ পরিষেবায় উন্নতি দেখে এটা পরিষ্কার যে, নিবেশ সারথি, নিবেশ মিত্র এবং অনলাইন ইন্সেনটিভ বেনিফিট ম্যানেজমেন্ট সিস্টেম স্বচ্ছতা বজায় রাখতে পারছে। বিনিয়োগ প্রক্রিয়ায় বজায় থাকছে স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের আস্থাও অর্জন করা যাচ্ছে।”
আরও পড়ুন : KIIT কাণ্ডে অভিযুক্তর বাবা বলে ভুয়ো দাবিতে ছড়াল লখনউয়ের রাজনৈতিক কর্মীর ছবি
বাজেট প্রসঙ্গে যোগীর বক্তব্য
এদিন বাজেট প্রসঙ্গে বলতে গিয়ে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, “আমাদের সংবিধান বাস্তবায়নের পর থেকে ৭৫ বছরের অসাধারণ যাত্রার পর, এই বাজেট আগামী ২৫ বছরের জন্য একটি গুরুত্বপূর্ণ রোডম্যাপ তৈরি করবে”। মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন যে ২০২৫-২৬ সালের বাজেট বঞ্চিতদের সহায়তা প্রদান করবে।