ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রীয় মন্ত্রিসভায় অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে (8th Pay Commission Approved) এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। কেন্দ্রীয় বেতন কমিশনের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত রয়েছে। অর্থাৎ, অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠন করা হলেও, তার কার্যক্রম শুরু হবে পরবর্তী সময়ে, যা সপ্তম কমিশনের মেয়াদ শেষে কার্যকর হতে পারে।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন (8th Pay Commission Approved)
কেন্দ্রীয় মন্ত্রিসভা বৃহস্পতিবার অষ্টম বেতন কমিশন (8th Pay Commission Approved) গঠনের জন্য অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) একথা জানিয়েছেন। তিনি জানান, শীঘ্রই বেতন কমিশন কমিটির চেয়ারম্যান এবং দুই সদস্যের নাম ঘোষণা করা হবে। এই নতুন বেতন কমিশন কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন ও মহার্ঘভাতার কাঠামো নির্ধারণ করবে।
কবে থেকে চালু হবে? (8th Pay Commission Approved)
পাশাপাশি, বেতন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্তও গ্রহণ করবে (8th Pay Commission Approved)। বর্তমানে, সপ্তম বেতন কমিশনের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত থাকলেও অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন পাওয়ার পর, কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধির জন্য আশায় বুক বাঁধছেন। এছাড়া, বর্তমান কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন এবং অন্যান্য ভাতা পুনর্মূল্যায়নের বিষয়টিও বিবেচনা করা হবে। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বিভিন্ন রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গেও এই বিষয়ে আলোচনা করা হবে।
আরও পড়ুন: Maha Kumbha 2025: কাঁটার উপর শুয়ে সাধু! মহাকুম্ভে নতুন আকর্ষণ ‘কাঁটা ওয়ালা বাবা’
বর্তমান কাঠামো (8th Pay Commission Approved)
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন মাসে ১৮ হাজার টাকা, যা সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নির্ধারিত হয়েছিল (8th Pay Commission Approved)। ষষ্ঠ বেতন কমিশনে এই অঙ্ক ছিল মাত্র ৭ হাজার টাকা। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো কার্যকর হয়, যা ২০২৬ সাল পর্যন্ত মেয়াদী। এখন, সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন। এদিকে, আগামী মাসে কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা রয়েছে এবং তার আগে অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হল কেন্দ্রের তরফে। তবে, কবে এই কমিশন গঠিত হবে, সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট সময়সূচী প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: Delhi Excise Policy Scam: ইডিকে বড় অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রকের, দিল্লিতে নির্বাচনের মুখে বিপাকে আপ
শুরু গুঞ্জন
নতুন বেতন কাঠামোতে আরও কী কী সুবিধা অন্তর্ভুক্ত হতে পারে, তা নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। কর্মচারীরা আশা করছেন, তাঁদের আর্থিক সুরক্ষা আরও মজবুত হবে এবং জীবনযাত্রার খরচের সঙ্গে সঙ্গতি রেখে বেতন বৃদ্ধির সুযোগ তৈরি হবে।