ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হোয়াট্সঅ্যাপের (WhatsApp Banned) মাধ্যমে সাইবার অপরাধ, আর্থিক কেলেঙ্কারি ও প্রতারণা রুখতে দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছে এবার। মাত্র এক মাসের মধ্যে ভারতে প্রায় ৯৯ লক্ষ হোয়াট্সঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ‘মেটা’-র মালিকানাধীন মেসেজিং অ্যাপে কঠোর হচ্ছে সাইবার নীতি। তারই প্রথম পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত।
এক কোটির কাছাকাছি অ্যাকাউন্ট নিয়ে পদক্ষেপ (WhatsApp Banned)
জানা যাচ্ছে, ৯৯ লক্ষের মধ্যে ১৩.২৭ লক্ষ হোয়াট্সঅ্যাপ অ্যাকাউন্টের (WhatsApp Banned) বিরুদ্ধে কোনও ‘রিপোর্ট’ হয়নি। তা-ও ওই ফোন নম্বরগুলি নিষিদ্ধ করেছে অ্যাপ সংস্থা। চলতি বছরের ১ থেকে ৩০ জানুয়ারির মধ্যে এক কোটির কাছাকাছি হোয়াট্সঅ্যাপ অ্যাকাউন্ট নিয়ে পদক্ষেপ করেছে সংস্থাটি। কারণ, ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইনের ১ (ডি) এবং ৩এ (৭) বিধি লঙ্ঘিত করেছে ওই নম্বরগুলি। বস্তুত, হোয়াট্সঅ্যাপে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকে। সেখানে ব্যবহারকারীর ফিডব্যাক (প্রতিক্রিয়া) যেমন নেওয়া হয়, তেমনই নির্দিষ্ট শর্ত উপেক্ষা করলে কড়া পদক্ষেপ করে ‘মেটা’।
প্রতারণা বা অপব্যবহারের ইঙ্গিতবাহী আচরণ (WhatsApp Banned)
সংস্থার তরফে জানানো হয়েছে, সব মিলিয়ে চলতি বছরের প্রথম মাসে ৯৯ লক্ষ ৬৭ হাজার ভারতীয় অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে (WhatsApp Banned)। এর মধ্যে ১৩ লক্ষ ২৭ হাজার অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে কোনও ইউজার রিপোর্ট বা অন্য কোনও ফ্যাক্টর ছিল না। কেবলমাত্র হোয়াটসঅ্যাপের নিজস্ব সমন্বিত সনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করে প্রতারণা বা অপব্যবহারের ইঙ্গিতবাহী আচরণকে চিহ্নিত করে অ্যাকাউন্টগুলি উড়িয়ে দেওয়া হয়েছে।
অ্যাকাউন্টগুলির নামে প্রচুর অভিযোগ
যে অ্যাকাউন্টগুলির নামে প্রচুর অভিযোগ জমা পড়েছিল, মূলত সেই অ্যাকাউন্টগুলিকেই বন্ধ করে দেওয়া হয়েছে। মোট ৯,৪৭৪টি অভিযোগ জমা পড়েছিল সেই ভিত্তিতেই ২৩৯টি অভিযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি যাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে তাদের বাড়িতে যেমন চিঠি গেছে তেমনই সবার মেইল আইডিতে মেইলও গেছে বলে জানা যাচ্ছে।
কীভাবে অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করে
সংস্থা জানিয়েছে কীভাবে তারা এই সকল অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করে সেই পদ্ধতিটি হল During registration: সাইন-আপের সময় সন্দেহজনক অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করা হয় এবং ব্লক করা হয়। During messaging: WhatsApp-এর স্বয়ংক্রিয় সিস্টেমগুলি bulk messaging বা spam-এর মতো ঘটনাগুলির ওপর নজর রাখে। In response to user feedback: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের দ্বারা অবমাননাকর বা অবৈধ কার্যকলাপের জন্য রিপোর্ট করা অ্যাকাউন্টগুলিকে নোট করে রাখে সংস্থা এবং তার ওপর তদন্তের ব্যবস্থা নেওয়া হয়।
আপনার অ্যাকাউন্ট কীভাবে বাঁচাবেন
আপনি যদি ভুয়ো মেসেজ বা স্প্যাম মেসেজ সকলকে প্রদান করে থাকেন তাহলে জানবেন খুব শীঘ্র আপনার উপরও নজরদারী আসতে পারে। তাই ভুলেও কোনও অজানা লিঙ্ক কাউকে দেবেন না এবং স্প্যাম মেসেজ থেকেও বিরত থাকবেন। যদি সন্দেহজনক কোনও লিঙ্ক আপনি ক্রমাগত সকলকে পাঠিয়ে যান তাহলে আপনিও সংস্থার ব্লক লিস্টের তালিকায় ঢুকে যাবেন, এমনটাই জানাচ্ছে WhatsApp। ব্লকের হাত থেকে বাঁচতে WhatsApp-এর কোনও রকম অপরাধমূলক কাজ করব্ন না।