ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জেমস ডেভিড ভ্যান্স (জন্ম আগস্ট ২, ১৯৮৪) হলেন একজন মার্কিন রাজনীতিবিদ যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০তম এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট(Usha Vance)। তিনি ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ওহাইও থেকে নিম্নপদস্থ মার্কিন সিনেটর হিসাবে কাজ করেছেন। তিনি রিপাবলিকান পার্টির একজন সদস্য এবং ২০২৪ সালের নির্বাচনে উপরাষ্ট্রপতি পদের জন্য দলের নির্বাচিত প্রার্থী ছিলেন ও জয়লাভ করেন। গত সোমবার ২০ জানুয়ারি ৫০ তম ভাইস প্রেসিডেন্ট পদে ট্রাম্পের পরে শপথ নিলেন ভ্যান্স। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভ্যান্সের স্ত্রী, পুত্র, কন্যাও। শপথ অনুষ্ঠানে সবার মাঝে নজর কারলেন ভ্যান্সের স্ত্রী ঊষা ভ্যান্স।
কী পোশাক পরেছিলেন অনুষ্ঠানে? (Usha Vance)
জেডি ভান্সের স্ত্রী ঊষা চিলুকুড়ি ভান্স(Usha Vance) হলেন ভারতীয় কন্যা। আমেরিকার ইতিহাসে প্রথম ভারতীয়-আমেরিকান সেকেন্ড লেডি হলেন তিনি। ভারতীয় অভিবাসীর কন্যা ঊষা ভান্স প্রথম হিন্দু হিসেবে আমেরিকার সেকেন্ড লেডি হলেন। ঊষা ভ্যান্স, শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনে একটি বাবলগাম গোলাপী রঙের পোশাক পরে এসেছিলেন। ওনার পোশাক অত্যন্ত দৃষ্টি আকর্ষণ করেছিল অনুষ্ঠানে উপস্থিত থাকা সকলের। অনুষ্ঠানের জন্য হালকাশেড বেছে নিয়েছিলেন তিনি। তিনি ফ্যাকাশে গোলাপী রঙের অস্কার দে লা রেন্টা কোট বেছে নিয়েছিলেন সেদিনের জন্য। কোটটিতে একই রঙের একটি স্কার্ফ এবং বেল্ট যুক্ত ছিল। হাতে পরেছিলেন ট্যান রঙের গ্লাভস। ভ্যান্স এক জোড়া মানোলো ব্লাহনিক লিনা বুট পরেছিলেন। “dark beige” সোয়েড চামড়া দিয়ে তৈরি জুতোটি।
ভারতীয় অভিবাসীর কন্যা (Usha Vance)
সান দিয়েগোতে জন্ম ঊষার(Usha Vance)। ১৯৮৬ সালে জন্মগ্রহণ করেন উষা চিলুকুরি, তিনি সান ফ্রান্সিসকোতে ভারতীয় অভিবাসীদের কন্যা।তাঁর আসল বাড়ি অন্ধ্রপ্রদেশে। তাঁর বাবা চিলুকুড়ি রাধাকৃষ্ণণ আইআইটি মাদ্রাজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। মা লক্ষ্মী ছিলেন মলিকিউলার বায়োলজিস্ট। অন্ধ্রপ্রদেশের এই পরিবারটি আশির দশকে আমেরিকায় গিয়েছিলেন। ২০১০ সালে, ইয়েল ল স্কুলে পড়ার সময় আলাপ হয় জেডি এবং ঊষার। আইন পাশ করার পরেই ২০১৪ সালে বিয়ে করেন তাঁরা। বর্তমানে জেডি ও ঊষার ৩ সন্তান রয়েছে।
আরও পড়ুন:JD Vance: ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জেডি ভ্যান্স
আইনজীবী ঊষা
ঊষা(Usha Vance) এখন সান ফ্রান্সিসকোতে একটি মর্যাদাপূর্ণ ফার্মে কর্পোরেটে আইনজীবী হিসাবে কাজ করেন৷ নিউ ইয়র্ক টাইমস অনুসারে, তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি জন রবার্টস এবং ব্রেট কাভানাফের আদালতে কাভানাফের মনোনয়নের আগে ক্লার্ক পদে কাজ করেছেন তিনি। ইয়েল জার্নাল অফ ল অ্যান্ড টেকনোলজির ম্যানেজিং এডিটর এবং দ্য ইয়েল ল জার্নালের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট এডিটর হিসেবেও কাজ করেছেন তিনি।
আরও পড়ুন:Donald Trump New Law: ক্ষমতায় ফিরেই নানা আইন বদলের কথা, ট্রাম্পের ঘোষণায় দানা বাঁধছে বিতর্ক
আত্মজীবনীতে স্ত্রীর প্রশংসা
২০১৬ সালে আত্মজীবনীতে ঊষার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন জেডি। নানা সময়ে স্ত্রীর ঢালাও প্রশংসা করেছেন তিনি। নিজের ছোটবেলার নানা সমস্যা, মায়ের মাদক সেবন, পরিবারের বড়দের নেশার সমস্যার কথাও খোলামেলা লিখেছিলেন বইয়ে। সেখানেই উষার পরিবারের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের প্রসঙ্গও লিখেছিলেন। ঊষার পরিবারে সদস্যদের মধ্যে গাঢ় সম্পর্ক, ভালোবাসা-স্নেহ এবং সম্মানের সম্পর্ক দেখেছিলেন যা তাঁকে মুগ্ধ করে। আত্মজীবনীতে জেডি লিখেছেন ঊষার পরিবারের মধ্যে এই বন্ধন ভীষণ ভাবে আকৃষ্ট করেছিল তাঁকে।