ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিনের ব্যস্ত সময়ে ফের আগুন আতঙ্ক। বারাকপুরে (Barrackpore Fire) শপিংমলে বিধ্বংসী আগুন, আতঙ্ক। শিল্প শহরে বিধ্বংসী আগুনে আতঙ্ক ছড়াল । মঙ্গলবার বিকেলে বারাকপুর স্টেশন সংলগ্ন ঘোষপাড়া বাজার এলাকায় একটি শপিংমলে আগুন লাগে। পাশের কাপড়ের দোকান থেকে কোনওভাবে আগুন ছড়িয়ে পড়ে বলে অনুমান। ঘটনার আকস্মিকতায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। পরিস্থিতি খতিয়ে দেখতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এলাকার বিধায়ক রাজ চক্রবর্তী। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে লালকুঠি এলাকায় অতীন্দ্র সিনেমাহলের পাশে একটি বিরিয়ানির দোকানে আগুন লাগে (Barrackpore Fire) । কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পোশাকের শোরুমে। স্থানীয়েরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। খবর যায় দমকলের কাছে। কিছুক্ষণের মধ্যে দমকলের একাধিক ইঞ্জিন যায় ঘটনাস্থলে।
আরও পড়ুন: https://tribetv.in/success-story-of-a-north-bengal-girl/
আরও পড়ুন: https://tribetv.in/woman-allegedly-lost-life-due-to-jadavpur-road-accident/
অতীন্দ্র সিনেমাহলের গায়েই রয়েছে একটি শপিং মল এবং বিরিয়ানির দোকান (Barrackpore Fire)। ব্যস্ত অঞ্চলে প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াত রয়েছে। মঙ্গলবার অগ্নিকাণ্ডের জেরে যানজট শুরু হয় রাস্তায়। স্থানীয় দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রথমে নিজেদের চেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করছিলেন স্থানীয়েরা। কিন্তু এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যে ভয় পেয়ে যান উপস্থিত সকলে। বেশ কিছুক্ষণ পরে দমকলের দুটি ইঞ্জিন গিয়েছে ঘটনাস্থলে। তারপরই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি (Barrackpore Fire) ।