Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অনুপ্রবেশ রুখতে সীমান্তবর্তী এলাকায় আরও কড়াকড়ি। সীমান্তে কড়া নজরদারি বিএসএফের। বিশেষ করে কাঁটাতারহীন এলাকায় বিশেষ নজরদারি চলছে। এমন অবস্থায় বাংলাদেশের পরিস্থিতির কথা মাথায় রেখে বনগাঁর সীমান্তবর্তী ঘাটবাওড় গ্রামপঞ্চায়েত এলাকায় নজরদারি বাড়াতে ৫৫টা সিসি ক্যামেরা (CCTV in Bangaon) বসাল গ্রাম পঞ্চায়েত।
সাম্প্রতিক বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বাড়তি নজরদাড়ি চালাচ্ছে বিএসএফ ও পুলিশ। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বাড়তে পারে বলেও সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আশঙ্কা। ও জোরদার হচ্ছে। দু’দেশের মধ্যে কাঁটাতারহীন সীমান্তও বিএসএফ-কে উদ্বগে রেখেছে। উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের ঘাটবাওড় গ্রামপঞ্চায়েত এলাকাতেও রয়েছে বাংলাদেশের সীমান্ত। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়তি সতর্কতার জন্য যাতে কোন উগ্রপন্থী বা সমাজবিরোধীরা ভারতে প্রবেশ করে সমাজবিরোধী কার্যকলাপ না ঘটাতে পারে সেই কারণে এলাকায় নজরদারি করতে ৫৫টা সিসি ক্যামেরা (CCTV in Bangaon) বসানো হয়েছে। এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোরে বসানো হয়েছে এই সিসি ক্যামেরা।
আরও পড়ুন: Sanjay Roy: সঞ্জয়ের ফাঁসি চেয়ে জোড়া মামলা, আজ হাইকোর্টে রাজ্য- সিবিআইয়ের আবেদনের একত্রে শুনানি
অনুপ্রবেশ রুখতে সিসিটিভিতে নজরদারি (CCTV in Bangaon)
অন্যদিকে, ঘাটবাওড় গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুর জামান মণ্ডল জানিয়েছেন, ‘যেহেতু সীমান্ত এলাকায় আমাদের পঞ্চায়েত। আমরা সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে এলাকায় ৫৫ টি সিসি ক্যামেরা বসিয়েছি। এই সিসি ক্যামেরা (CCTV in Bangaon) বসানোর ফলে প্রশাসনের নজরদারি ক্ষেত্রে আরও সুবিধা হবে।’ এলাকার সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে পঞ্চায়েতে তরফ থেকে সিসি ক্যামেরা বসানোয় খুশি স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বলেন, ‘আমাদের সুরক্ষার কথা ভেবে পঞ্চায়েতের তরফ থেকে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আমরা পঞ্চায়েত প্রধানকে ধন্যবাদ জানাই’।
আরও পড়ুন: Bunkers Found in Nadia: সীমান্ত এলাকায় ফের উদ্ধার বাঙ্কার, সঙ্গে কোটি টাকার কফ সিরাপ !
সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। শুধু তাই নয়, জঙ্গিদের অনুপ্রবেশও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে আতঙ্কের মধ্যে থাকছেন সীমান্তবর্তী এলাকার মানুষজন। যদিও সীমান্তে অনুপ্রবেশ রুখতে সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। তা সত্ত্বেও অনুপ্রবেশের ঘটনা ঘটছে। আর এই সীমান্তগুলির একটি হল বনগাঁর পেট্রাপোল সীমান্ত। এই পরিস্থিতিতে বনগাঁর সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়াতে বসানো হল সিসিটিভি। বনগাঁ পঞ্চায়েত এলাকার সীমান্তে শুক্রবার ৫০টি সিসি ক্যামেরা (CCTV in Bangaon) বসানো হয়েছে।