ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামিকাল ৩০ জানুয়ারি রাত ১০টা ৯ মিনিটে(Mercury Transit) উত্তরাষাঢ়া ছেড়ে শ্রবণা নক্ষত্রে গোচর করবে বুধ। বৈদিক জ্যোতিষ অনুসারে বুধ হল জ্ঞান, বুদ্ধি, ব্যবসা ও বাচন ক্ষমতার কারক গ্রহ। মানুষের জীবনে সূর্যের সবচেয়ে কাছের গ্রহের বিশেষ ভূমিকা রয়েছে। এই গ্রহকে যুবরাজ গ্রহও বলা হয়। বুধের এই অবস্থান পরিবর্তনের প্রভাবে দারুণ লাভবান হতে চলেছেন তিন রাশির জাতকরা।
২২তম নক্ষত্র শ্রবণা (Mercury Transit)
জ্যোতিষ অনুসারে আকাশের মূল ২৭টি নক্ষত্রের মধ্যে ২২তম নক্ষত্র হল শ্রবণা। ৩০ জানুয়ারি রাত ১০টা ৯ মিনিটে উত্তরাষাঢ়া ছেড়ে শ্রবণা নক্ষত্রে গোচর করবে বুধ(Mercury Transit)। এই নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র। এর ফলে তিন রাশির জাতকরা জীবনের সব ক্ষেত্রে দুর্দান্ত লাভ করবেন। জেনে নিন শ্রবণা নক্ষত্রে বুধের গোচরের ফলে লাভবান হবেন কোন কোন রাশি।
সিংহ রাশি (Mercury Transit)
বুধের গোচরের(Mercury Transit) প্রভাবে জীবনের সব ক্ষেত্রে লাভবান হবেন সিংহ রাশির জাতকরা। বিশেষ করে আর্থিক ভাবে বড় সাফল্য পাবেন আপনি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। নিজের কাজে বেশি করে মনঃসংযোগ করতে পারবেন। ব্যবসায়ীরা এই সময় লাভবান হবেন। কোথাও বিনিয়োগ করলে ভালো ফল পাবেন। আপনার ব্যক্তিত্বে পজ়িটিভ পরিবর্তন আসতে চলেছে।

আরও পড়ুন:Mouni Amavasya 2025: কেন কোটি কোটি মানুষ জমায়েত হন পুন্যস্নানে? জানুন মৌনী আমবস্যার মাহাত্ম্য
বৃষ রাশি
শ্রবণা নক্ষত্রে বুধের গোচর লাভজনক হবে বৃষ রাশির জাতকদের জন্য। এই সময় সব কাজেই ভাগ্যের সহায়তা পাবেন। সাহিত্য রচনা ও শিক্ষকতার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা কেরিয়ারে বড় সাফল্য পেতে চলেছেন। কর্মসূত্রে কোথাও সফর করলে তা লাভজনক হবে। এই সময় আপনি বড় সাফল্য পেতে পারেন। ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো ফল করবেন। নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবেন(Mercury Transit)।

আরও পড়ুন:Mouni Amavasya 2025: ২৯ জানুয়ারি পালিত হবে মৌনী অমাবস্যা, জেনে নিন শুভ সময়
কর্কট রাশি
অংশীদারিত্বের ব্যবসায় বড় সাফল্য পেতে চলেছেন কর্কট রাশির জাতকরা। যাঁরা বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত, তাঁরা শ্রবণা নক্ষত্রের প্রভাবে বড় মুনাফা করতে পারবেন। এই সময় বিদেশ সফরে যেতে পারেন কর্কট রাশির জাতকরা। জীবনে নতুন খুশির কারণ ঘটবে। বুধের প্রভাবে আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। বুদ্ধি ও আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন কর্কট রাশির জাতকরা।
