ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমেরিকার রাজধানী ওয়াশিংটনের (Aircraft Accident in Washington) কাছে পটোম্যাক নদীতে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। এর ফলে কমপক্ষে ৬৭ জনের মৃত্যু হতে পারে, এমনটাই আশঙ্কা করছে মার্কিন প্রশাসন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। আমেরিকান এয়ারলাইন্সের (Aircraft Accident in Washington) যাত্রীবাহী বিমানটি সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর নদীতে ভেঙে পড়ে। এখন পর্যন্ত ৪০টিরও বেশি দেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকাজ পরিস্থিতির কারণে কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।
উদ্ধারকার্য স্থগিত (Aircraft Accident in Washington)
দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা হিমশীতল জলের (Aircraft Accident in Washington) মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছিলেন। পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটলে উদ্ধারকাজ আবার শুরু করা হবে। ঘটনায় নিহতদের মধ্যে ৬৪ জন যাত্রী ছিলেন বিমানে এবং হেলিকপ্টারে তিনজন ক্রু ছিলেন।
ব্ল্যাকবক্স উদ্ধার (Aircraft Accident in Washington)
অন্যদিকে, নদীতে ভেঙে পড়া বিমান থেকে (Aircraft Accident in Washington) ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে, যা বিমানের উড়ান সম্পর্কিত তথ্য ও ককপিটের কথোপকথন রেকর্ড করে। এটি এনটিএসবি গবেষণাগারে পাঠানো হবে, যেখানে দুর্ঘটনার কারণ এবং ককপিটে ঠিক সংঘর্ষের আগে কী কথাবার্তা হয়েছিল, তা জানা যাবে। ইতিমধ্যেই কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট প্রকাশ করা হবে।
আরও পড়ুন: Plane Crash in Washington: ওয়াশিংটনে বিমান-চপার সংঘর্ষ, বেঁচে নেই কেউ! গলদ বিমান বিভাগে?
কর্মীদের গাফিলতির কারণেই দুর্ঘটনা!
দুর্ঘটনার নেপথ্যের কারণ (Aircraft Accident in Washington) বিশ্লেষণের সময়, অভিযোগ উঠেছে যে ওয়াশিংটন রেগান ন্যাশনাল বিমানবন্দরে পর্যাপ্ত কর্মী ছিলেন না। সাধারণত বিমান এবং হেলিকপ্টারের ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য সেখানে দুইজন কর্মী দায়িত্বে থাকেন, কিন্তু দুর্ঘটনার সময় ছিলেন মাত্র একজন। এই পরিস্থিতি কেন ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বেজায় ক্ষুব্ধ ট্রাম্প
বিমান দুর্ঘটনার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প পূর্বতন সরকারের নীতিকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, জো বাইডেন এবং বারাক ওবামা প্রশাসন বৈচিত্র্যকে প্রাধান্য দিয়েছিল, যার ফলে বিমান নিরাপত্তার সঙ্গে আপস করতে হয়েছে। ট্রাম্পের দাবি, অযোগ্য কর্মী নিয়োগের ফলে এই দুর্ঘটনা ঘটেছে এবং তিনি প্রশ্ন তুলেছেন কেন হেলিকপ্টারটি বিমান দেখেও সরেনি।
দুঃখজনক ঘটনা
এদিকে, পটোম্যাক নদীতে উদ্ধার কার্যক্রমের মাঝে, উদ্ধারকারীরা মৃতদেহ ও দেহাংশ খুঁজে পাচ্ছিলেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া ছড়িয়েছে মার্কিন মুলুকে। ভবিষ্যতে যাতে এই ধরণের ভয়াবহ দুর্ঘটনা একেবারেই না ঘটে সেজন্য যথাযথ ব্যবস্থা নেবে বর্তমান প্রশাসন। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।