ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আইফোনে (I phone Data) কি আদৌ ব্যবহারকারীদের জন্য সুরক্ষিত? নতুন বছরের শুরুতেই সেই প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এই সংক্রান্ত সমাজমাধ্যমে হওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুনিয়া জুড়ে রীতিমতো হইহই রব পড়ে গিয়েছে। এই বিষয়টি নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেনি এই স্মার্টফোন নির্মাণকারী আমেরিকার বহুজাতিক টেক জায়ান্ট সংস্থা অ্যাপল।
ফোন খুললেই সামনে অন্তর্বাসের দাম? (I phone Data)
২০২৫ সালের জানুয়ারিতে এক বিশাল বিতর্কের (I phone Data) সৃষ্টি হয়েছে আইফোনের গোপন তথ্য সুরক্ষার বিষয় নিয়ে। আমান নামক এক ব্যক্তি তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করে আইফোনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তাঁর দাবি, ফোনটি খুললেই একটি ইকমার্স সংস্থার বিজ্ঞাপন স্ক্রিনে ভেসে উঠছে, যেখানে মহিলাদের অন্তর্বাসের দাম দেখানো হচ্ছে। আমান অভিযোগ করেছেন, এর মাধ্যমে অ্যাপল গ্রাহকদের গোপন তথ্য শেয়ার করছে ইকমার্স সংস্থাগুলোর সঙ্গে। তিনি আরও জানান, ইকমার্স সংস্থাগুলির কাছে ভুল তথ্যও পৌঁছাচ্ছে, যার ফলে গ্রাহকের লিঙ্গ সম্পর্কিত তথ্য ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।
সাইবার অপরাধের তীব্র আশঙ্কা! (I phone Data)
এমনকি এই ধরনের গোপন তথ্য ফাঁস হওয়ার (I phone Data) ঘটনায় সাইবার অপরাধের আশঙ্কা জোরালো হচ্ছে। বিশেষ করে হ্যাকাররা ইকমার্স সংস্থার নাম ব্যবহার করে সস্তা পণ্যের লোভনীয় বিজ্ঞাপন শেয়ার করে, যাতে গ্রাহক ভুল করে ক্লিক করে তাদের ফোনের যাবতীয় তথ্য চুরি করে। এরপর সেই তথ্য ব্যবহার করে গ্রাহকের অ্যাকাউন্টে হানা দেওয়া হয় এবং অর্থ কেলেঙ্কারি ঘটে।
আরও পড়ুন: Deepseek in India: প্রশ্নের মুখে ডিপসিক, আছে উদ্বেগও; সুরক্ষা নিশ্চিত না হলে ভারতে নিষিদ্ধ?
আইফোনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ! (I phone Data)
আইফোনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেকের মধ্যে ধারণা ছিল যে এটি অত্যন্ত সুরক্ষিত। অ্যাপল গ্রাহকদের গোপন তথ্য নিয়ে কঠোর নিয়মাবলী মেনে চলে, তাই আইফোনের মাধ্যমে তথ্য চুরি প্রায় অসম্ভব। কিন্তু আমানের পোস্টে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে এবং এটি গ্রাহকদের মনের মধ্যে সন্দেহের জন্ম দিয়েছে।
অ্যাপেলের দাবি
অ্যাপল একাধিকবার দাবি করেছে যে তাদের পণ্যে থাকা সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং গ্রাহকের তথ্য কোনোভাবেই শেয়ার করা হয় না। কিন্তু এই বিতর্ক নতুন প্রশ্ন তুলেছে: সুতরাং, গ্রাহকের গোপন তথ্য কীভাবে সুরক্ষিত থাকে এবং বিভিন্ন তৃতীয় পক্ষের কাছে তা কিভাবে পৌঁছায়?
ব্যবহারকারীদের সতর্ক থাকা উচিত
বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীদের ইন্টারনেটের ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত। তাদের উচিত সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা, বিশেষ করে যখন তা কোনো অবিশ্বস্ত বা অপ্রত্যাশিত সোর্স থেকে আসে। পাশাপাশি, স্মার্টফোনের সুরক্ষা সেটিংস নিয়মিত চেক করা এবং নিরাপত্তা সফটওয়্যার আপডেট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মুখে কুলুপ অ্যাপলের
যদিও অ্যাপল এই অভিযোগের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি, তবে এটি স্পষ্ট যে গ্রাহকদের তথ্য সুরক্ষার বিষয়টি এখন আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আইফোনের সুরক্ষা ব্যবস্থার খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য এটি একটি নতুন সূচনা হতে পারে।