ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমির খানের ছেলে (Junaid Khan) বলে কথা, বলিউডের স্টার (Bollywood Star)। কিন্তু তিনি কিনা অটোওয়ালাকে নিজের বাবার পরিচয় দিতে লজ্জা পেলেন। কারণটা কী? আর আমির খানের ছেলে কিনা ঘুরে বেড়াচ্ছেন অটোতে করে! বলা হচ্ছে জুনেইদ খানের (Junaid Khan) কথা। বলিউডের অন্দরে একথা সবাই জানেন। জুনেইদ সাদামাটা জীবনযাপন করতে বেশি পছন্দ করেন। বলিউড স্টারের ছেলে বলে যে, তাঁর লাইফ স্টাইল একেবারেই স্টারদের মতো, তা কিন্তু নয়।
আসছে ‘লভইয়াপ্পা’ ছবি (Junaid Khan)
অভিনেতা হিসেবে সদ্য বলিপাড়ায় নতুন কাজ শুরু করেছেন, আমির খানের বড় ছেলে জুনেইদ (Junaid Khan)। গতবছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে, তাঁর প্রথম ছবি ‘মহারাজ’। অভিনয় করে দর্শকের বেশ নজর কেড়েছেন। এবার তিনি জুটি বাঁধছেন খুশি কাপুরের সঙ্গে। এই নতুন জুটিকে দেখা যাবে ‘লভইয়াপ্পা’ ছবিতে। তবে শুধু অভিনেতা হিসেবে নয়, তাঁর মধ্যে কিন্তু তারকা সন্তান সুলভ আচরণের বিন্দুমাত্র লেশ নেই। তাতেই মুগ্ধ সাধারণ মানুষ থেকে শুরু করে জুনেইদের ভক্তরা।
নিজেকে তারকা বলে মনে করেন না (Junaid Khan)
আমির পুত্র (Junaid Khan) অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন এক মজার ঘটনার কথা। অটোতে করেই যাতায়াত করতে বেশি পছন্দ করেন তিনি। সে কথা বহু সাক্ষাৎকারেই বলেছিলেন। মুম্বাইতে ট্রাফিকের ভীষণ সমস্যা। তাই গাড়ির থেকে অটোতে করে যাওয়া বেশি ভালো। অনেকটা সময় বেঁচে যায়। তাছাড়া তিনি নিজেকে কোনও বড় তারকা মনে করেন না। যে সবাই তাঁর মুখ চেনে।
আমির খানকে বাবা বলতে অস্বীকার জুনেইদের!
একবার নাটকের মহড়ায় যাওয়ার জন্য তিনি অটোতে করে যাচ্ছিলেন। হঠাৎ দেখেন, গাড়িতে করে বাবা আমির খান ফিরছেন যশোরাজ স্টুডিও থেকে। দেখে দেখে ঠিক ওই অটোর পাশেই আমির খানের গাড়ি দাঁড়ায়। স্বাভাবিক ভাবেই, ছেলেকে দেখতে পেয়ে গাড়ির কাঁচ নামিয়ে হাল হকিকত জিজ্ঞাসা করেন আমির খান। অপরদিকে বাবা-ছেলের কথোপকথন দেখে তো অবাক হয়ে যেন অটোচালক। আমির খান গাড়ি নিয়ে চলে যাওয়ার পর প্রায় চিৎকার করে ওই অটোচালক জুনেইদকে জিজ্ঞাসা করেন, আমির খানকে তিনি কিভাবে চেনেন? তখন তো জুনেইদ রীতিমত একটু আমতা আমতা করে বলেছিলেন, আমির খান তাঁর বাড়ির একই অঞ্চলে থাকেন। শৈশবেই বাবা-মায়ের বিচ্ছেদ দেখেছেন জুনেইদ। যদিও বিচ্ছেদের পর তাঁর বাবা মায়ের মধ্যে সুসম্পর্ক দেখেছেন।
আরও পড়ুন: Nora Fatehi: খাদে পড়ে মারাত্মক বিপদে নোরা ফতেহি! এখন কেমন আছেন তিনি?
‘লভইয়াপ্পা’ ছবির প্রচারে ব্যস্ত
আপাতত আমির পুত্র তাঁর ‘লভইয়াপ্পা’ ছবির প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত। আগামী ৭ই ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। তাঁর প্রথম ছবি ‘মহারাজ’ বক্স অফিসে সেভাবে সফলতা না পেলেও, অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবার অপেক্ষায় রয়েছেন তাঁর দ্বিতীয় ছবির জন্য।