ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : সোমবার দু’দিনের সফরে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ফ্রান্সে পৌঁছে প্যারিসে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স অ্যাকশন সামিটে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। মানুষের জীবন বদলে দিতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু পাশাপাশি তার কুফলের কথাও ভুললে চলবে না। প্যারিসে এআই সম্মেলনে গিয়ে সেই কথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদীর বক্তৃতায় ম্যাক্রোঁর প্রশংসা (Narendra Modi)
মঙ্গলবার প্যারিসে এআই সম্মেলনে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্যারিসের এই সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁও।প্যারিসের এই ‘এআই অ্যাকশন সামিট’-এ ভারতকে সহ-সভাপতিত্ব করার আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স ৷ প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) তাঁর বক্তৃতায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে তাঁর বন্ধু বলে উল্লেখ করেন এবং এই এআই সামিট-এর আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা জানান ৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী মোদি লেখেন, “বিশ্বের নেতা, নীতি প্রণেতা, বিশেষজ্ঞ, উদ্ভাবক এবং তরুণদের একত্র করার লক্ষ্যে প্যারিসে অনুষ্ঠিত এআই অ্যাকশন সামিট একটি প্রশংসনীয় প্রচেষ্টা ৷ এখানে এআই নিয়ে সবাই একটি অর্থপূর্ণ কথোপকথনে অংশ নিয়েছে ৷”
আরও পড়ুন : আত্মনির্ভর ভারতের পথে ভারতীয় বায়ুসেনার প্রযুক্তিগত উদ্ভাবন
সাইবার সুরক্ষায় সতর্কতার বার্তা (Narendra Modi)
প্যারিসে এআই সম্মেলনে যোগ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ভাল-মন্দ সবটাই তুলে ধরেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। মোদীর কথায়, ‘‘রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা এবং সমাজকে নতুন আকৃতি দিচ্ছে কৃত্রিম মেধা ৷এই শতাব্দীতে মানুষের জন্য কোড লিখছে এআই। আমরা এআই যুগের ঊষাকালে দাঁড়িয়ে আছি। যা মনুষ্যত্বের গতিধারাকে পালটে দেবে।’ তার পরেই তিনি এআই-এর খারাপ দিকগুলি তুলে ধরেছেন।সাইবার সুরক্ষা, ভুয়ো তথ্য, ‘ডিপ ফেক’-এর মতো বিষয়গুলি নিয়েও সাবধান করেছেন তিনি।তাঁর মতে, মানুষের স্বার্থেই শুধু এআই ব্যবহার করা দরকার।
আরও পড়ুন : প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন, আত্মনির্ভর ভারতের পথে নতুন উদ্যোগ
কৃত্রিম মেধার দাপটে চাকরি হারাবে মানুষ ?
কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়-বাড়ন্তে চাকরিজীবী মানুষের উপর বেকারত্বের খাঁড়া নামতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। প্যারিসে আয়োজিত আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স অ্যাকশন সামিটে-এ সেই নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদী বলেন, ‘আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের ফলে চাকরি চলে যাবে – এটাই হল সবথেকে বড় ভয়। কিন্তু ইতিহাসের পাতা ওলটালে দেখা যাবে যে প্রযুক্তির কারণে কখনও চাকরি চলে যায়নি। শুধু কাজের ধরণ পালটে যায়। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স নির্ভর ভবিষ্যতের জন্য যাতে আমাদের লোকজনদের দক্ষ করে তোলা যায়, সেজন্য আমাদের বিনিয়োগ করতে হবে।’ মোদীর সেই বক্তব্যের প্রতি সহমত পোষণ করেছেন আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।