Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার হলিউডে (Hollywood) শাহরুখ খান (Shah Rukh Khan)। এতদিন বলিউড (Bollywood) কাঁপালেও হলিউডে শাহরুখকে দেখা যায়নি। তা নিয়ে শাহরুখ অনুরাগীদের মনে কিছুটা আক্ষেপ ছিল। এবার সেই আক্ষেপ খুব শীঘ্রই মিটতে চলেছে। এমনটাই শোনা যাচ্ছে, বলিপাড়ার অন্দরে। তাছাড়া শাহরুখ তো শুধুমাত্র ভারতে নয়, গোটা বিশ্বজুড়ে তাঁর যথেষ্ট খ্যাতি রয়েছে। তাই হলিউড থেকে তাঁর ডাক আসা, একেবারেই ব্যতিক্রম কোনও ঘটনা নয়। এর আগেও বলিউডের অনেকেই হলিউডের নাম লিখেছেন। শাহরুখ খান কেন পিছিয়ে রয়েছেন, সেটাই অনুরাগীদের কাছে একটা অবাক করা বিষয়।
হলিউড নিয়ে চিন্তা ভাবনা করছেন শাহরুখ! (Shah Rukh Khan)
এর আগে শাহরুখকে (Shah Rukh Khan) বলতে শোনা গিয়েছিল, যে তিনি নিজের দেশের সুপারস্টার। যদি সেই রকম সমমর্যাদার কোনও চরিত্রে হলিউড থেকে ডাক পান, তাহলে সেই বিষয়টা ভাবনা চিন্তা করবেন। তবে কি সেই ডাক এল? ইতিমধ্যেই দুবাইয়ের প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে , শাহরুখের ছবির ট্রেলার। শুধু তাই নয়, জন্মদিনে বুর্জ খলিফায় ভেসে উঠেছে শাহরুখের ছবি। দেখতে দেখতে জীবনের তিনটে দশক কাটিয়ে ফেললেন বিনোদন দুনিয়ায়। কম সময় তো নয়। তাই এবার বলিউডের গুঞ্জন বলছে, ক্যাপ্টেন আমেরিকা তাঁর অ্যাভেঞ্জার দলে যোগ করতে চাইছেন কিং খানকে। কিন্তু এই প্রস্তাবে শাহরুখ খান কি রাজি হবেন? যদিও এই বিষয়ে সিলমোহর পড়েনি।
যোগ দেবেন অ্যাভেঞ্জার দলে! (Shah Rukh Khan)
বলিউডে তিন দশক কাটিয়ে দেওয়ার পরেও, হঠাৎ কেন এই প্রশ্নটা উঠল? যে শাহরুখকে (Shah Rukh Khan) হলিউডে দেখা যাবে! আসলে হলিউড চাইছে শাহরুখকে। শাহরুখ যে হলিউডে অভিনয় করতে চান, সে কথা কিন্তু এখনও সামনে আসেনি। আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে মার্ভেল স্টুডিওর “ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড”। যেখানে অ্যান্থনি ম্যাকিকে দেখা যাবে ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে।
অ্যান্থনি এখন ছবির প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একটা বড় সিক্রেট শেয়ার করলেন। তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, তিনি কি তাঁর অ্যাভেঞ্জার দলে কোনও বলিউড অভিনেতাকে দেখতে চান? সেই প্রশ্নের উত্তর দিতে তিনি বিন্দুমাত্র দেরি করেননি। বলেছিলেন, তাঁর মনে হয় এক্ষেত্রে শাহরুখ খান মানানসই এবং তিনি সেরা। সেই ভিডিওটি এখন ভাইরাল। তারপর থেকেই বলিপাড়ায় গুঞ্জন উঠেছে, তবে কি শাহরুখকে এবার বলিউডে দেখা যাবে? তাও আবার অ্যাভেঞ্জার দলে?
আরও পড়ুন: Rajkummar Rao Love Story: বাড়িতে বাসন মাজেন রাজকুমার, ভালোবাসা দিবসের আগেই প্রকাশ্যে বড় সত্যি
হলিউডে বলিউডের এক ঝাঁক তারকা
এরই মধ্যেই হলিউডে অভিনয় করে ফেলেছেন দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কপূর খান থেকে শুরু করে আলিয়া ভাট। তবে হলিউড থেকে শাহরুখ কোনও প্রস্তাব পেয়েছে কিনা, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন: Ranveer Allahbadia Row: রণবীর আল্লাহাবাদিয়ার বিরুদ্ধে মহা
মানানসই চরিত্র পাওয়ার অপেক্ষা
শাহরুখের ইংরেজি উচ্চারণ স্পষ্ট। তাঁর অভিনয় যে দর্শক-সমালোচকরা পছন্দ করেন, সে কথা তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন। তাই এবার শুধুমাত্র একটা মানানসই চরিত্র পাওয়ার অপেক্ষা। বলিউডে থেকে পছন্দ মতো চরিত্রে ডাক পেলেই রাজি হয়ে যাবেন কিং খান। এমনটাই মনে করছেন তাঁর অনুরাগীরা।