ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ব্যস্ত সময়ে ফের খাস কলকাতায় অগ্নিকাণ্ড (Massive fire)। বাইপাসের ধারে আরুপোতায় একটি গ্যারাজে বিধ্বংসী আগুন। দাউদাউ করে জ্বলল একাধিক গাড়ি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। পরিস্থিতি মোকাবিলা করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে দমকলের আধিকারিকরা। দমকলের ৪ ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে।
আরুপোতায় বিধ্বংসী আগুন (Massive fire)
জানা গিয়েছে, শনিবার সকালে বাইপাসের ধারে আরুপোতা এলাকার বাসিন্দারা দেখতে পান, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। এরপরই নজরে পড়ে দাউদাউ করে জ্বলছে গ্যারাজ। প্রচুর দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন (Massive fire)। গ্যারাজে থাকা গাড়িগুলোতে পরপর জ্বলতে থাকে। এদিকে এই অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কে রীতিমতো হুড়োহুড়ি শুরু করেছেন বাসিন্দারা। আগুনের লেলিহান শিখায় ব্যাপক ক্ষতি হয় গ্যারেজের।
আরও পড়ুন: ATM Fraud : সাবধান ! খাস কলকাতায় এটিএম জালিয়াতি, গায়েব লক্ষ লক্ষ টাকা
দমকল আধিকারিকরা পৌঁছেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেন কাজ। অগ্নিকাণ্ডের (Massive fire) জেরে বাসিন্দাদের ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন পর্যন্ত করা হয় গোটা এলাকার। পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক গাড়ি। এলাকার বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন কিছুটা আওতায় আনা গেলেও এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। দমকল আধিকারিকরা জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না এলে অগ্নিকাণ্ডের কারণ বোঝা সম্ভব নয়। তবে ভিতরে কেউ আটকে ছিলেন না। হতাহতের কোনও খবর নেই।
আরও পড়ুন: Weather Update : শীতের বিদায়বেলায় আবহাওয়ার চমক ! প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
দমকল কর্মীরা আসতে দেরি করেছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। যদিও তা মানতে নারাজ দমকল বাহিনী। এলাকার মানুষজনই আগুন (Massive fire) নেভানোর কাজে হাত লাগান। আর যে জায়গায় এই অগ্নিকাণ্ড হয়েছে সেটি বেশ জনবহুল। তাই দমকলের গাড়ি নিয়ে সেখানে ঢুকতে বেশ খানিকটা বেগ পেয়েছে। দমকল কর্মীদের বেশ কষ্ট করতে হয়েছে।