ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। দীর্ঘ রোগভোগের পর শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিকালেই রবীন্দ্র সদনে গান স্যালুটে শেষ শ্রদ্ধা (Tribute to Pratul Mukhopadhyay) বর্ষীয়ান সঙ্গীতশিল্পীকে। প্রতুল মুখোপাধ্যায় শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ চলচ্চিত্র জগতের বিশিষ্টরা।
শেষ শ্রদ্ধা বর্ষীয়ান সঙ্গীতশিল্পীকে (Tribute to Pratul Mukhopadhyay)
সুরের জগতে নক্ষত্রপতন। চলে গেলেন না ফেরার দেশে বর্ষীয়ান সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বর্ষীয়ান শিল্পী। শনিবার কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সঙ্গীত মহল।
আরও পড়ুন: Pratul Mukhopadhyay: সুরের দুনিয়ায় নক্ষত্রপতন! প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়
কয়েকদিন আগেই বিধানসভার অধিবেশন সেরেই হাসপাতালে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যু সংবাদ শুনে নিজেকে আর সামলাতে পারেননি তাঁর স্বজন, রাজ্যের মুখ্যমন্ত্রী। বিকেলে রবীন্দ্র সদনে বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা গীতিকারকে শেষ শ্রদ্ধা (Tribute to Pratul Mukhopadhyay) জানাতে গিয়ে সেই আবেগই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

শিল্পীর গাওয়া ‘আমি বাংলায় গান গাই’, ‘ডিঙ্গা ভাসাও সাগরে সাথী রে’ অন্যতম জনপ্রিয় গান। বাংলার সঙ্গীত প্রেমীদের পাশাপাশি প্রতুল মুখোপাধ্যায়ের গানের গুণমুগ্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারের পড়ন্ত বিকেলে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানো হয় রবীন্দ্র সদনে। শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা সহ সঙ্গীত জগত।
শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে সঙ্গীত প্রেমীদের দীর্ঘ লাইন চোখে পড়ল। সেখানেই রাজ্য সরকারের পক্ষ থেকে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানান হল শিল্পীকে (Tribute to Pratul Mukhopadhyay) । এরপরই প্রতুল মুখোপাধ্যায়ের নশ্বর দেহ নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই তাঁর ইচ্ছা অনুযায়ী মরণোত্তর দেহ ও চক্ষু দান করা হয়। হয়তো এখানেই শেষ হল তাঁর সুরেলা সফল। কিন্তু শিল্পীর তো মৃত্যু হয় না। শিল্পী চলে যান কিন্তু তাঁর সৃষ্টি থেকে যায়। তাঁর সেই সৃষ্টি অমরত্ব পাবে সঙ্গীতপ্রেমীদের মধ্য দিয়ে।