ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গে চাকরিপ্রার্থী যুবক যুবতীর জন্য এবার বড় সুযোগ(City Civil Court Recruitment)। গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতার সিটি সিভিল কোর্ট দপ্তরের তরফে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদনের যোগ্য এই পদে। জেনে নিন কবে থেকে কত তারিখ অব্দি করা যাবে আবেদন, কী যোগ্যতা লাগবে, কোন পদের জন্য আবেদন করা যাবে, আবেদন পদ্ধতি কেমন। এবং এই বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও তথ্য।
নিয়োগকারী সংস্থা (City Civil Court Recruitment)
কলকাতার সিটি সিভিল কোর্ট এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে(City Civil Court Recruitment)।
কোন কোন পদে নিয়োগ (City Civil Court Recruitment)
English Stenographer (Group-B), Lower Division Assistant (Group-C), Data Entry Operator (Group-C), Group- D এই সব পদে নিয়োগ করা হবে কর্মী(City Civil Court Recruitment)।
মোট শূন্য পদের সংখ্যা
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোট ১৪ টি শূন্য পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন:RITES Recruitment: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাইটস লিমিটেড, কারা করবেন আবেদন?
শিক্ষাগত যোগ্যতা
ইংরেজি স্টেনোগ্রাফার পদে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারীরা আবেদন করতে পারবেন(City Civil Court Recruitment)। এছাড়াও স্থানীয় ভাষা ও কম্পিউটার জানতে হবে প্রার্থীকে। ডেটা এন্ট্রি অপারেটর (গ্রুপ-সি)/লোয়ার ডিভিশন সহকারী (গ্রুপ-সি) পদে আবেদনের জন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা আবশ্যিক। এছাড়া, নূন্যতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে আবেদন করা যাবে গ্রুপ ডি পদে।
বয়স সীমা
০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী ১৮ বছরের ঊর্ধের প্রার্থীরা আবেদনের যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী। পদ অনুযায়ী বয়স সীমা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন।
মাসিক বেতন
পদ অনুযায়ী বেতন পরিকাঠামো ভিন্ন। নূন্যতম ১৭,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৮২,৯০০ টাকার মধ্যে বেতন হবে নিযুক্ত প্রার্থীদের।
আরও পড়ুন:NHPC Recruitment: ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি
নিয়োগ পদ্ধতি
টাইপিং টেস্ট, কম্পিউটার দক্ষতা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ (Recruitment) করা হবে।
আবেদন পদ্ধতি
citycivilcourtcalcutta.dcourts.gov.in পোর্টালে ভিজিট করে প্রার্থীকে অনলাইন আবেদন জানাতে হবে। সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট।
আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ ১৬/০২/২০২৫। এর মধ্যেই আপনার আবেদনটি সঠিক ভাবে জমা দিন অনলাইনে পোর্টালে।