ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে দেশ থেকে অবৈধ ভাবে বসবাস করা বিদেশিদের বিতাড়িত করার প্রক্রিয়া (Deported Indian Citizen)। প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন তিনি ক্ষমতায় এলে আমেরিকায় বসবাস করা বিদেশি নাগরিকদের অবৈধ্য ভাবে থাকা তিনি বন্ধ করে দেবেন। আর সেই মতোই গত ৫ ফেব্রুয়ারি অবৈধবাসীদের নিয়ে আমেরিকা থেকে প্রথম বিমানটি এসেছিল ভারতে।
অবৈধবাসীদের হাতে হাতকড়া (Deported Indian Citizen)
গত ৫ ফেব্রুয়ারি যে প্রথম বিমানটি আমেরিকা থেকে অবৈধ্য ভাবে বসবাস করা ভারতীয়দের নিয়ে ভারতে ফিরেছিল তাতে সকলের হাতেই ছিল হাতকড়া, পায়ে শিকলের বেড় (Deported Indian Citizen)। সে নিয়ে চর্চাও শুরু হয়েছিল। কেন অবৈধ ভারতীয়দের হাতে হাতকড়া, পায়ে শিকলের বেড় পরিয়ে দেশে ফেরালো আমেরিকা? আর ভারত কী সেটা সহজ ভাবে নেবে? এমনই একাধিক প্রশ্ন তৈরি হয়েছিল।
আমেরিকায় প্রধানমন্ত্রীর সফর (Deported Indian Citizen)
বিমানে করে হাতকড়া, বেড় পরিয়ে ভারতে ফেরানোর মধ্যেই আমেরিকা সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Deported Indian Citizen)। আমেরিকা সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। সেখানে আমেরিকায় অবৈধ ভাবে বসবাস করা ভারতীয়দের দেশে ফেরানোর নিয়েও আলোচনা হতে পারে বলেই অনেক কূটনৈতিক বিশ্লেষক মনে করেছিলেন।
বিতাড়নের দ্বিতীয় দফা
ভারতের প্রধানমন্ত্রী আমেরিকা সফরের পরেই আমেরিকায় অবৈধ ভাবে বসবাস করা ভারতীয়দের নিয়ে ভারতে অবতরণ করলো দ্বিতীয় বিমানটি। এই দ্বিতীয় দফার বিমানে আসা যাত্রীদের সাথে ভিন্ন ব্যবহার করেছে মার্কিন প্রশাসন। দ্বিতীয় দফার বিমানটিতে দেশে ফেরা অবৈধ ভাবে আমেরিকায় বসবাস করা ভারতীয়দের মধ্যে মহিলা ও শিশুদের হাতে হাতকড়া এবং পায়ে বেড় পরানো হয়নি।
আরও পড়ুন: Jaishankar on IOR Security: ‘ভারত মহাসাগর অঞ্চল বিশ্বের লাইফলাইন’, কেন বললেন জয়শঙ্কর?
ভারতীয়দের সঙ্গে খারাপ আচরণ
অবৈধবাসীদের নিয়ে আমেরিকা থেকে আসা প্রথম বিমানটি অমৃতসরে নেমেছিল ৫ ফেব্রুয়ারি। সেই সময় অভিযোগ উঠেছিল, বিমানের মধ্যে হাতকড়া পরিয়ে রাখা হয়েছিল অবৈধবাসী ১০৪ জনকে। তাঁদের সঙ্গে খারাপ আচরণ করা হয় বলেও অভিযোগ তুলেছিলেন আমেরিকা-ফেরত অনেক ভারতীয়। এর পর ১১৯ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে শনিবার রাতে অমৃতসরে অবতরণ করে আমেরিকার দ্বিতীয় বিমান। তবে দ্বিতীয় দফায় ১১৯ জনকে সে ভাবে ফেরানো হয়নি বলে দাবি। জানা গেছে, দ্বিতীয় বারের অবৈধবাসীদের মধ্যে রেহাই দেওয়া হয়েছে মহিলা ও শিশুদের। যদিও এখনও অভিযোগ রয়েছে,পুরুষদের জন্য কড়াকড়িতে একচুলও শিথিলতা ছিল না দ্বিতীয় দফাতেও।
আরও পড়ুন: MP High Court on Adultery: থাকতে হবে শারীরিক সম্পর্ক, পরকীয়ার সংজ্ঞা নির্ধারণ করল কোর্ট?
তৃতীয় দফা বিতাড়ন
রবিবার রাত ১০টা নাগাদ অবৈধবাসীদের নিয়ে পঞ্জাবের অমৃতসরে অবতরণ করে মার্কিন বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান। আগের দুই দফায় ফেরত পাঠানো অবৈধবাসীদের মধ্যে বেশির ভাগই পঞ্জাবের বাসিন্দা। তবে জানা গেছে,এ বারের ১১২ জনের মধ্যে সবচেয়ে বেশি হরিয়ানার বাসিন্দা রয়েছেন।