ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রতি নিয়ত একটা চাকরির(BHEL Recruitment) জন্য চিন্তায় অতিবাহিত করেন অসংখ্য বেকার যুবক। সেই সমস্ত যুবক যুবতীর জন্য খুশির খবর নিয়ে এলো এই সংস্থা। জানুন কোন সংস্থা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ইচ্ছুক প্রার্থীরা কত দিন পর্যন্ত আবেদন করতে পারবেন। কীভাবে করবেন আবেদন। এই নিয়োগ (Recruitment) সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন আজকের প্রতিবেদন থেকে।
নিয়োগকারী সংস্থা (BHEL Recruitment)
রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (ভেল)(BHEL Recruitment) ইঞ্জিনিয়ার ট্রেনি এবং সুপারভাইজ়ার ট্রেনি (টেক) বা শিক্ষানবিশ পদে নিয়োগ করবে।
কোন কোন পদে নিয়োগ (BHEL Recruitment)
মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ সিভিল/ ইলেক্ট্রনিক্স/ কেমিক্যাল/ মেটালার্জি ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে ১ বছর ধরে। প্রশিক্ষণ শেষে যোগ্য প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে দেশের বিভিন্ন প্রান্তে(BHEL Recruitment)।
মোট শূন্যপদের সংখ্যা
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে মোট শূন্য পদের সংখ্যা ৪০০টি।
বয়স
২৭ বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যাবে ইঞ্জিনিয়ার ট্রেনি পদে। সুপারভাইজ়ার ট্রেনি (টেক) পদে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ সিভিল/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমায় ন্যূনতম ৬৫ শতাংশ নিয়ে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে সুপারভাইজ়ার ট্রেনি পদে।
বেতন
ইঞ্জিনিয়ার ট্রেনিদের মাসে ৫০,০০০-১,৬০,০০০ টাকা এবং সুপারভাইজ়ার ট্রেনি পদে প্রশিক্ষণ চলাকালীন ৩২,০০০-১,০০,০০০ টাকা বেতন হবে। প্রশিক্ষণ শেষে ইঞ্জিনিয়ার এবং সুপারভাইজ়ার পদের স্যালারি যথাক্রমে মাসে ৬০,০০০-১,৮০,০০০ টাকা এবং ৩৩,৫০০-১,২০,০০০ টাকা।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন জানাতে হবে(BHEL Recruitment)। সেখানে আপনার সঠিক ডিটেইলস দিয়ে নিজের আবেদনটি সম্পূর্ণ করুন।
আরও পড়ুন: RITES Recruitment: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাইটস লিমিটেড, কারা করবেন আবেদন?
কবে হবে পরীক্ষা?
১১, ১২ এবং ১৩ এপ্রিল দেশের বিভিন্ন প্রান্তের পরীক্ষা কেন্দ্রে আয়োজন করা হবে পরীক্ষার।
প্রশিক্ষণ
বিজ্ঞপ্তি অনুযায়ী , নিযুক্তদের দুটি ভিন্ন পদে প্রশিক্ষণ দেবে ভেল (BHEL)। জানা গেছে, এই দুটি ভিন্ন পদে একাধিক প্রার্থীকে সংস্থার তরফে প্রশিক্ষণ দেওয়া হবে
আবেদন মূল্য
আবেদন মূল্য বাবদ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৪২৭ টাকা ও অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১০৭২ টাকা জমা দিতে হবে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
আবেদনের সময়সীমা
১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অনলাইনে আবেদন গ্রহণ। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিন।