ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাঝে বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন। আবারও ছোটপর্দায় ফিরলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জি (Basabdatta Chatterjee)। তাঁকে দেখা যাবে দূরদর্শনের পর্দায়। সে কথা তিনি নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ছবি।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট (Basabdatta Chatterjee)
অভিনেত্রী একটি ছবি শেয়ার করেছেন। সেখানে শুধু তিনি নন, অন্যান্য কলা কুশলীরাও রয়েছেন (Basabdatta Chatterjee)। লিখেছেন “হরি ঘোষের গোয়াল দেখতে হলে চোখ রাখতে হবে শুধুমাত্র দূরদর্শনে, ঠিক রাত আটটা তিরিশে, আজ থাকছি আমিও”। বাংলা বিনোদন জগতের জনপ্রিয় মুখ বাসবদত্তা চ্যাটার্জি। একাধিক ধারাবাহিকের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন।
পার্শ্ব চরিত্রে বাজিমাত (Basabdatta Chatterjee)
একসময় মুখ্য চরিত্রে ছোট পর্দা মাতিয়ে রেখেছিলেন (Basabdatta Chatterjee)। জি বাংলার পর্দায় ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেও, দর্শকদের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন। ছোট পর্দায় তাঁকে শেষ বারের মতো দেখা গিয়েছিল এই ধারাবাহিকে। পর্দায় বাসবদত্তা মানেই একটা পজিটিভ এবং স্ট্রং চরিত্রে অভিনয়। তাঁকে আবার পুনরায় দেখতে চলেছেন ছোট পর্দায়। যদিও একটি সিরিজেই দেখা যাবে তাঁকে। গল্পের সৌজন্যে ইতিমধ্যেই নতুন চরিত্রের দেখাও মিলেছে। সেই তালিকায় যোগ হয়েছে বাসবদত্তার নাম।
আরও পড়ুন: Kanchan-Sreemoyee: এখনও বিশ্বাস করতে পারছেন না! ঋতুপর্ণার বাড়িতে গিয়ে হতবাক কাঞ্চন-শ্রীময়ী
সিরিজের গল্প
বহুদিন ধরেই বাংলা টেলিভিশন জগতে দর্শকের মনোরঞ্জন করে আসছে ১০০দিনের টেলি সিরিজ ‘হরি ঘোষের গোয়াল’। পরিকল্পনায় রয়েছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। এই সাপ্তাহিক টেলি সিরিজের পরিচালনা করছেন নন্দিনী চট্টোপাধ্যায়। ভরপুর কমেডিতে ভরা সিরিজের গল্পের মূল বিষয়বস্তু হল ঘোষ বাড়ি। যে বাড়ির কর্তার চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু। ঘোষ বাড়ির কর্মকাণ্ডকে কেন্দ্র করেই এই সিরিজ। এই সিরিজের আজকের পর্বে অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি পর্বে বাসবদত্তা রয়েছেন। সে কথা তিনি নিজেই শেয়ার করেছেন। তাছাড়া টেলিভিশনের পরিচিত মুখ বলে কথা। অভিনেত্রীকে আগাগোড়াই দর্শক মহল সাদরে গ্রহণ করেছে। এছাড়াও আগামীতে মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ‘ঘাসফুল’ ছবি। যেখানে দেখা যাবে দেবশঙ্কর হালদার ও সৌমিলি বিশ্বাসকে।
আরও পড়ুন: Nazarbandi: সাইবার ক্রাইমের জালে ঋতুপর্ণা! অপরাধীদের কড়া নজরে অভিনেত্রী
হরি ঘোষের গোয়াল বলার কারণ
সিরিজের নাম শুনেই বোঝা যায়, ঠিক কত মজার। অনেকেই কথায় কথায় হরি ঘোষের গোয়ালের কথাটা ব্যবহার করেন। প্রসঙ্গত, এই হরি ঘোষ নামক এক ব্যক্তির বাড়ি ছিল বাগবাজারের কাঁটা পুকুরে। যিনি ছিলেন ধার্মিক এবং দানশীল ব্যক্তি। কিন্তু তার নাম হঠাৎ গোয়ালের সঙ্গে জুড়ে গেল কেন? আসলে তিনি চাকরি সূত্রে মুঙ্গের দুর্গের দেওয়ান হিসেবে বিপুল অর্থ উপার্জন করেছিলেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর বাড়ি করেন কলকাতায়। বহু ছাত্র তার ছত্রছায়ায় আশ্রয় নেয়। পড়াশোনা করে। বহুদিন ধরে হরি ঘোষ দরিদ্র এবং আত্মীয়কে তার বাড়িতে থাকার জায়গা করে দিতেন। এমনকি তার প্রশস্ত বৈঠকখানায় শত শত নিষ্কর্মা মানুষ বাস করতেন। তাই তার বাড়িকে বলা হত হরি ঘোষের গোয়াল। এখনও তার বাড়ির সামনের রাস্তাটির নাম হরি ঘোষ স্ট্রিট।