ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের(Pakistan Shoot Out) বেলুচিস্তান প্রদেশে লাহোরগামী একটি বাসে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলায় সাত যাত্রী নিহত হয়েছে। নিহতদের বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা করা হয় বলে জানা গেছে। মঙ্গলবার ১৮ জানুয়ারি গভীর রাতে দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানের বরখান জেলায় এই হামলার ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। বাস থেকে নামিয়ে যাত্রীদের লাইনে দাঁড় করিয়ে পর পর গুলি করে ঝাঁঝরা করে দিল বন্দুকবাজের দল। ১৯ ফেব্রুয়ারি , বুধবার শুরু হল চ্যাম্পিন্স ট্রফি। বহু বছর পর ফের পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হল কোনও আইসিসি প্রতিযোগিতা। করাচির স্টেডিয়ামে যখন সেই টুর্নামেন্ট শুরু হচ্ছে, তার কয়েক ঘণ্টা আগেই সিন্ধের পার্শ্ববর্তী বালোচিস্তান প্রদেশে ভয়াবহ এই জঙ্গি হামলা ঘটে গেল।
লাইনে দাঁড় করিয়ে গুলি (Pakistan Shoot Out)
সরকারি আধিকারিক সাদাত হোসেন সংবাদ সংস্থা এএফপি-কে জানান, বাসটি বালুচিস্তানের(Pakistan Shoot Out) উপর দিয়ে পঞ্জাব প্রদেশের দিকে যাচ্ছিল। সেই সময়েই বন্দুকবাজের দল বাসটিকে মাঝরাস্তায় দাঁড় করায়। এর পর যাত্রীদের এক এক করে বাস থেকে নামিয়ে লাইনে দাঁড় করিয়ে তাঁদের পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। তার পরেই গুলি করে খুন করা হয় সাত জনকে। হোসেন বলেন, ‘‘ওই সাত যাত্রীই পঞ্জাব প্রদেশের বাসিন্দা। তাঁদের লাইনে দাঁড় করিয়ে গুলি করে খুন করা হয়েছে।’’
হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য স্পষ্ট নয় (Pakistan Shoot Out)
এলাকার সহকারী কমিশনার খাদিম হুসেন বলেন, পাঞ্জাবের দক্ষিণাঞ্চলীয় শহর ডেরা গাজা খানের সঙ্গে বারখানকে সংযুক্ত একটি মহাসড়কে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি এবং হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্যও স্পষ্ট নয়। কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, এলাকাটি ঘিরে ফেলা হয়েছে কিন্তু আক্রমণকারীরা পালিয়ে গেছে। আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী এই প্রদেশটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে পাকিস্তানের কয়েক দশক ধরে চলমান লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র, যারা বৃহত্তর স্বায়ত্তশাসন এবং অঞ্চলের প্রাকৃতিক সম্পদের ভাগ চায়(Pakistan Shoot Out)। এর আগে গত শুক্রবার কয়লাখনির শ্রমিকদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
ইসলামি সন্ত্রাসীদের আঁতুর ঘর
এদিকে এই সবের আগে পাকিস্তানের(Pakistan Shoot Out) সেনা দাবি করেছিল, আফগানিস্তানের সীমান্তের দক্ষিণ ওয়াজিরিস্তানে পাকিস্তানের সেনার এক অভিযানে ৩০ জন ইসলামি জঙ্গিকে তারা খতম করেছিল। উল্লেখ্য, বহু বছর ধরে পাকিস্তান-আফগানিস্তানের সীমান্তের ওই এলাকা ইসলামি সন্ত্রাসীদের আঁতুর ঘর হয়ে উঠেছে। এই আবহে জঙ্গি দমন করে নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দিয়েছিল পাক সেনা। তবে তাদের সেই প্রচেষ্টা মাঠে মারা গিয়েছে পরপর জঙ্গি হামলায়।
মধ্য পাঞ্জাব প্রদেশের বাসিন্দা
জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা ওয়াকার খুরশিদ আলম রয়টার্সকে বলেন, সশস্ত্র প্রায় ৪০ ব্যক্তি কয়েকটি বাস ও যানবাহন থামিয়ে পরিচয়পত্র তল্লাশি করতে থাকে। এরপর বাস থেকে ওই সাত যাত্রীকে নামিয়ে গুলি করে হত্যা করে তারা। এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য কী, তা–ও নিশ্চিত হওয়া যায়নি। নিহত সাতজনই মধ্য পাঞ্জাব প্রদেশের বাসিন্দা বলে আলম জানান।