ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার বিতর্কের মুখে পড়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু (CM Sukhvinder Singh Sukhu)। বিরোধীরা অভিযোগ করেছেন যে, ২৩ ফেব্রুয়ারি নাকি তিনি মালদ্বীপ সফর শেষ করে দেশে ফিরেছেন।
বিরোধীদের কটাক্ষ CM Sukhvinder Singh Sukhu
এই সম্পর্কে হিমাচল প্রদেশ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর বলেছেন, “মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার মহাকুম্ভে পবিত্র স্নান করতে যাওয়া ভক্তদের সুযোগ-সুবিধা দেওয়ার কথাও ভাবেনি। এটা খুবই দুর্ভাগ্যজনক যে মহাকুম্ভে পবিত্র স্নান করার পরিবর্তে তিনি (CM Sukhvinder Singh Sukhu) মালদ্বীপে গেছেন। এত সমালোচনার পর এখন তিনি বুঝতে পেরেছেন যে তাঁরও মহাকুম্ভে পবিত্র স্নান করতে যাওয়া উচিত।”
মুখ্যমন্ত্রীর অবসর যাপনে আপত্তি
বিজেপির একজন মুখপাত্র এই সম্পর্কে বলেছেন, “যখন গুরুত্বপূর্ণ সরকারি পদগুলি শূন্য থাকে এবং দলীয় সংগঠনে দিকনির্দেশনার অভাব থাকে, তখন নেতৃত্বের চেয়ে অবসরকে অগ্রাধিকার দেওয়ার মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্ত গভীর হতাশাজনক।”
মহাকুম্ভে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু
অন্যদিকে দুপুর ১টা নাগাদ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু মহাকুম্ভে পবিত্র স্নান করা জন্য প্রয়াগরাজ বিমানবন্দরে এসে পৌঁছেছেন। তিনি বলেন, “আমি খুব খুশি যে আমি এখানে এসে আমার পরিবারের সঙ্গে মহাকুম্ভে পবিত্র স্নান করার সুযোগ পেয়েছি। ভারতের সংস্কৃতি এবং হিন্দুত্ব সর্বদা বিশ্ববিখ্যাত।”
আরও পড়ুন: Abhishek Banerjee’s Post: ‘…যুদ্ধ করার মাসুলটা গুনে নেয়!’- ভোট যুদ্ধের আগেই অভিষেকের হুঁশিয়ারি!
মালদ্বীপ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
এই প্রসঙ্গে অবশ্য এখনও পর্যন্ত মুখ খোলেননি মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। জানা গেছে, মালদ্বীপে যাওয়ার আগে, মুখ্যমন্ত্রী সুখু হিমাচল প্রদেশ কংগ্রেস কমিটির নতুন ইউনিট গঠনের জন্য এআইসিসি নেতৃত্বের সাথে আলোচনাও করেছেন।
