ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বিশেষ অনুষ্ঠান হোক কিংবা কোন সাধারণ দিন, নানা রঙে নখ রাঙিয়ে তুলতে কে না ভালোবাসেন (Nail Polish Hacks)? মহিলাদের সাজসজ্জার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল নেইল পলিশ। নখকে সুন্দর দেখানোর জন্য বিভিন্ন রঙের নেইল পলিশ ব্যবহার করে থাকেন মহিলারা। কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে নেইল পলিশ পরা হলেও তা খুব বেশিদিন দীর্ঘস্থায়ী হয় না। এমনকি অনেক সময় অনুষ্ঠান শেষ হবার আগেই উঠতে শুরু করে নেইল পলিশ (Nail Polish Hacks)। তবে কয়েকটি বিষয় মেনে চললেই আপনার নেইল পলিশের আয়ু আরও বেশ কিছুটা দীর্ঘস্থায়ী হতে পারে।
থিন কোট অ্যাপ্লাই করুন (Nail Polish Hacks)
কখনোই নেইল পলিশটি পুরু লেয়ারে লাগাবেন না। অনেকেই মনে করেন পুরু লেয়ার লাগালে পলিশ দীর্ঘস্থায়ী হবে, কিন্তু বাস্তবে এটি সঠিক নয়। পুরু কোট লাগানোর ফলে পলিশ সঠিকভাবে শুকাতে পারে না, ফলে সহজেই উঠে যায়। বরং একটি পাতলা লেয়ার দিয়ে শুরু করুন (Nail Polish Hacks)। প্রতিটি কোটের জন্য একটু অপেক্ষা করুন, এতে পলিশ সঠিকভাবে সেট হতে পারবে এবং দীর্ঘসময় স্থায়ী থাকবে।
রাইট ওয়েতে অ্যাপ্লাই করুন (Nail Polish Hacks)
নেইল পলিশ অ্যাপ্লাই করার সময় সতর্কভাবে নখের প্রতিটি কোণ এবং সাইডে লাগাতে হবে (Nail Polish Hacks)। অনেক সময় আমরা ভুল করে কিছু অংশ বাদ দিয়ে ফেলি, বিশেষত নখের কোণগুলোতে। এই জায়গা থেকেই পলিশ উঠে যেতে শুরু করে। তাই যখনই পলিশ লাগাবেন, পুরো নখ ভালোভাবে কভার করতে ভুলবেন না। যদি মনে হয়, নখের কোনো জায়গায় পলিশ ভালোভাবে লাগেনি, তবে সেটি মুছে আবার নতুন করে লাগান।
নখ ছোট রাখুন
লম্বা নখের তুলনায় ছোট নখে নেইল পলিশ বেশি সময় ধরে থাকে। দীর্ঘ নখে যতটা সম্ভব সাবধানে কাজ করতে হয়, অন্যথায় নখ ভেঙে যেতে পারে এবং নেইল পলিশ উঠে আসতে পারে। তাই পলিশের স্থায়িত্ব বাড়াতে আপনার নখকে ছোট রাখা এবং প্রপারলি মেইন্টেইন করা জরুরি।
প্রতি কোটের মাঝে গ্যাপ দিন
যতটা তাড়াতাড়ি নেইল পলিশ লাগানোর চেষ্টা করবেন, ততই নেইল পলিশ শুকোতে আরও বেশি সময় নেবে।নেইল পলিশ সঠিকভাবে শুকানোর জন্য প্রতিটি কোটের মধ্যে অন্তত দুই মিনিট গ্যাপ রাখুন। প্রথম কোট শুকানোর পর দ্বিতীয় কোট লাগান এবং তারপর সেটি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। প্রতিটি কোটের মধ্যে পর্যাপ্ত সময়ের বিরতি দিলে নেইল পলিশ আরও দীর্ঘস্থায়ী হবে।
কাজের সময় নখ ঢেকে রাখুন
ঘরের কাজ বা রান্নার সময় নখ সুরক্ষিত রাখা জরুরি। নাহলে জল, সাবান, ডিটারজেন্টের সংস্পর্শে নখ দ্রুত নষ্ট হয়ে যায়। ঘরের কাজ বা রান্নার সময় রাবার গ্লভস ব্যবহার করুন।
ঠান্ডা বাতাসে নখ শুকিয়ে নিন
কখনোই গরম বাতাস দিয়ে নেইল পলিশ শুকানোর চেষ্টা করবেন না। অনেকেই ভুল করে হেয়ার ড্রায়ারের ব্যবহার করেন।হট এয়ার নেইলসকে ভালোভাবে শুকাতে দেয় না এবং বাবল তৈরি হয়। ঠান্ডা হাওয়ায় নেইল পলিশ শুকানো সবচেয়ে ভালো পন্থা। ফ্যানের বাতাসে অথবা ড্রায়ারের নরমাল এয়ার ব্যবহার করে ঠান্ডা বাতাস দিয়ে নখ শুকাতে পারেন। এতে পলিশ ঠিকঠাক সেট হবে।
কিউটিকলস ক্লিন রাখুন
নেইল পলিশ লাগানোর সময় কিউটিকলসে নেইল পলিশ লেগে যেতে পারে। মনে রাখবেন, ত্বকে পলিশ ঠিকভাবে বসে না, ফলে এটি খুব দ্রুত উঠে যেতে পারে। তাই, যদি কিউটিকলে পলিশ লেগে যায়, তবে একটি কটন বলের সাহায্যে রিমুভার ব্যবহার করে সাবধানে তা মুছে ফেলুন, যাতে পলিশ উঠে না যায়।
আরও পড়ুন : মহাশিবরাত্রির শুভ যোগে কীভাবে মহাদেবের আরাধনা করবেন মেষ থেকে কন্যা রাশির জাতকেরা
নখ কামড়াবেন না
অনেকেরই নখ কামড়ানোর অভ্যাস থাকে। এই অভ্যাস পলিশের স্থায়িত্বকে প্রভাবিত করতে পারে। পলিশ লাগানোর পর যদি আপনি নখ কামড়ান, তবে তা নখ ভেঙে যাওয়ার পাশাপাশি পলিশও উঠে যেতে পারে। তাই নখ কামড়ানোর অভ্যাস থাকলে এড়িয়ে চলুন।
আরও পড়ুন : মহাশিবরাত্রি মহাদেবের আরাধনার শ্রেষ্ঠ দিন, তুলা থেকে মীন রাশির জাতকেরা কীভাবে করবেন শিব আরাধনা?
নেইল পলিশ লাগানোর আগে হাত শুকনো রাখুন
লং লাস্টিং পেতে চাইলে নেইল পলিশ লাগানোর আগে হাত ভেজানো হবে না। কারণ, নখ জলে ভিজে তা প্রসারিত হয় এবং শুকানোর পর সংকুচিত হয়ে যায়। এর ফলে, পলিশ শুষ্ক হয়ে উঠে আসতে শুরু করে।