ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ মহাকুম্ভের শেষ (Mahakumbh Amrit Snan) দিন। তিথি মতে আজ মহা শিবরাত্রি। তাই ‘অমৃত স্নান’ করতে এখনও পর্যন্ত প্রয়াগরাজে এসে উপস্থিত হয়েছেন প্রায় ৬৫ কোটি মানুষ। এই প্রসঙ্গে রাজনীতিবিদরাও জানিয়েছেন নিজেদের শুভেচ্ছা।
কী বললেন দিল্লি বিধানসভার স্পিকার? (Mahakumbh Amrit Snan)
মহাকুম্ভের শেষদিন সম্পর্কে দিল্লি বিধানসভার স্পিকার (Mahakumbh Amrit Snan) বিজেন্দ্র গুপ্ত বলেছেন, “১৪৪ বছর পর মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল, এবং এবার ৬৫ কোটিরও বেশি মানুষ পবিত্র স্নান করেছেন। দেশের জন্য এটি একটি অত্যন্ত শুভ উপলক্ষ ছিল যে ৬৫ কোটি মানুষ এত দূর-দূরান্ত থেকে কয়েক কিলোমিটার হেঁটে এখানে এসেছিলেন। মহাকুম্ভের জন্য এত ভালো ব্যবস্থা করার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানাই।”
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা (Mahakumbh Amrit Snan)
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “মহাশিবরাত্রির উপলক্ষ্যে আমি রাজ্যের সকল মানুষকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। রাজ্যের প্রতিটি শিবলায়ে ভক্তদের (Mahakumbh Amrit Snan) বিশাল সমাগম দেখা যাচ্ছে। মহাকুম্ভ আজ শেষ হচ্ছে, প্রায় ৬৬ কোটি ভক্ত ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেছেন এবং সমগ্র দেশকে ঐক্যের বার্তা দিয়েছেন।”
আরও পড়ুন: Mahakumbh 2025 Last Day: ৬৫ কোটিরও বেশি ভক্তের আগমন প্রয়াগরাজে, জানালেন ডিজিপি প্রশান্ত কুমার
তৎপর পুলিশ
প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ সুপার শ্বেতাভ পান্ডে বলেছেন, “আজ মহাশিবরাত্রিতে মহাকুম্ভ ২০২৫-এর শেষ ‘স্নান পর্ব’। পুলিশ নৌকায় টহল দিচ্ছে। যারা নৌকায় বেল্ট বাঁধেননি তাদের সতর্ক করা হচ্ছে। যদি কোনও নৌকা অবৈধভাবে চলাচল করে, তবে তাকে ধরা হচ্ছে। আজ মোটরবোট এবং যেকোনো ধরণের ইঞ্জিনচালিত নৌকা চালানো হচ্ছে না। আজ সাধারণ নৌকা চালানো হচ্ছে। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য নয়টি টহল দল দায়িত্ব পালন করছে। গত রাতে টহল শুরু হয়েছে, ব্যাপক টহল দেওয়া হচ্ছে। এখানকার ভিড় কমে না যাওয়া পর্যন্ত এটি চলবে।”
