ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়ে আবেগপ্রবণ বুমরাহ (Jasprit Bumrah)। কী জানালেন তিনি?
শৈশবের নায়কদের পথে হাঁটছেন ভারতীয় পেসার (Jasprit Bumrah)
ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ২০২৪ সালে দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসির পুরস্কার ও বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন। দুবাইতে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে এই সম্মান জানানো হয়।
আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার (স্যার গারফিল্ড সোবার্স ট্রফি) এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন তিনি। এছাড়া আইসিসি টেস্ট ও টি-টোয়েন্টি দলে জায়গা করে নেন।
ভারত ও পাকিস্তানের প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের আগে এই পুরস্কার গ্রহণ করেন বুমরাহ।
পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, “এটা সত্যিই দারুণ অনুভূতি। ছোটবেলায় আমার নায়কদের এই ট্রফি জিততে দেখেছি। এখন নিজে এই সম্মান পাওয়াটা অবিশ্বাস্য লাগছে।”
আরও পড়ুন: Manchester United Transfer: ‘স্মার্ট হতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডকে’, কেন বললেন আমোরিম?
রেকর্ড গড়ার বছর কাটালেন বুমরাহ (Jasprit Bumrah)
২০২৪ সালে বুমরাহ (Jasprit Bumrah) টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী হন। তিনি ভারতের হয়ে প্রথম আইসিসি ট্রফি জেতার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখেন। পুরো বছরে তিনি ৭১টি টেস্ট উইকেট শিকার করেছেন মাত্র ১৪.৯২ গড়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৯টি উইকেট বেশি নিয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে শক্তিশালী স্পেল করে ভারতের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেন। বছরের শেষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপেও বুমরাহ দুর্দান্ত পারফরম্যান্স করেন। ভারতকে চ্যাম্পিয়ন করতে তিনি ১৫টি উইকেট নেন মাত্র ৮.২৬ গড়ে। তার ইকোনমি রেট ছিল মাত্র ৪.১৭।
“বিশ্বকাপ জয় আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত”
২০২৪ সালের স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে বলতে গিয়ে বুমরাহ বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় চিরদিন মনে থাকবে। বছরজুড়ে অনেক কিছু শিখেছি। প্রচুর টেস্ট খেলেছি, নতুন অভিজ্ঞতা পেয়েছি। খুব খুশি, আশা করি সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে।”
শামির প্রত্যাবর্তনে খুশি বুমরাহ
অস্ট্রেলিয়া সফরে পিঠের চোট পাওয়ার কারণে বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন। তবে তিনি মোহাম্মদ শামির প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে শামি পাঁচ উইকেট নিয়ে দুর্দান্ত কামব্যাক করেন।
শামির জন্য কী বললেন বুমরাহ?
বুমরাহ বলেন, “আমি ওর জন্য খুব খুশি। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করেছে। এটা মানসিকভাবে কঠিন ছিল। কিন্তু সে সবসময় ইতিবাচক থেকেছে। ওর স্কিল অসাধারণ, এটা কখনও হারাবে না। যত বেশি খেলবে, ততই আত্মবিশ্বাস বাড়বে। আশা করি, ও দলের সাফল্যে বড় ভূমিকা রাখবে।”