ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিল্লির রাজনৈতিকক মহল এখন বেশ (Anurag Thakur) গরম। বিধানসভায় আপ দলের সদস্যদের বরখাস্ত, CAG রিপোর্ট পেশ, কেজরিওয়ালের রাজ্যসভার জল্পনা- এইসব নিয়ে রাজধানীতে ধুন্ধুমার কাণ্ড। সেই সম্পর্কে এবার মুখ খুললেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর।
CAG রিপোর্ট সম্পর্কে অকপট অনুরাগ (Anurag Thakur)
দিল্লি বিধানসভায় CAG রিপোর্ট পেশ সম্পর্কে বিজেপি সাংসদ অনুরাগ (Anurag Thakur) ঠাকুর বলেছেন, “আমি শুধু এটুকুই বলতে চাই যে ১৪টি CAG রিপোর্ট বিধানসভায় পেশ করা থেকে বিরত রাখা হয়েছিল। AAP এবং অরবিন্দ কেজরিওয়ালের উদ্দেশ্য ছিল তাদের দুর্নীতি যেন বিশ্বের কাছে প্রকাশ না হয় এবং আলোচনা যেন না করা হয়। এখন, এটি বিশ্বের সামনে এসেছে এবং দিল্লি বিধানসভায় পেশ করা হয়েছে।”
কেজরিওয়ালকে তীব্র কটাক্ষ! (Anurag Thakur)
তিনি আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন (Anurag Thakur) যে আমরা দিল্লিতে ক্ষমতায় আসার পরে রিপোর্ট পেশ করব এবং মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এটি করেছেন। এখন, এটা স্পষ্ট যে মদ কেলেঙ্কারির মূল হোতা হলেন অরবিন্দ কেজরিওয়াল। মুখ বাঁচাতে, তিনি তার রাজ্যসভার সাংসদদের বাড়ি খালি করে পিছনের দরজা দিয়ে রাজ্যসভায় প্রবেশের চেষ্টা করছেন।”
আরও পড়ুন: Nitish Kumar: বিহারে থাকছেন নীতীশ, বিজেপির অন্দরে নেই বিতর্ক!
পাঞ্জাবের রিমোট কন্ট্রোল!
AAP জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের রাজ্যসভায় যাওয়ার জল্পনা সম্পর্কে, বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলেছেন, “পাঞ্জাব সরকার রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলে। তাই, আমি পাঞ্জাবের জনগণকে জিজ্ঞাসা করতে চাই – আপনি কি রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাজ্য সরকার পরিচালনাকারী অরবিন্দ কেজরিওয়ালকে পাঞ্জাবের সাংসদ হিসেবে চান?”

জল্পনা উড়িয়ে আপের সাফ জবাব
অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের রাজ্যসভার নির্বাচনে লড়াই করার জল্পনাকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন আমি জনতা পার্টির মুখপাত্র প্রিয়াঙ্কা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন কোনও ছোট পরিসরে বদ্ধ থাকার মানুষ কেজরিওয়াল নন। রাজ্যসভায় মোটেই লড়বেন না কেজরিওয়াল।